আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে ꧋নেমেছেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে সরব অভিনেত্রী। দু-দিন আগেই শহরে নিজের আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’র প্রচারে যোগ দেন। এরপর হঠাৎ করেই উধাও! অবশেষে খোঁজ মিলল নায়িকার। কাছের মানুষদের নিয়ে অভিনেত্রী পৌঁছে গিয়েছ🦩েন আজমেঢ় শরিফ দরগায়।
সোমবার আজমেঢ় শরিফ থেকে ছবি পোস্ট করলেন শ্রাবন্তী। ঠিক একমাসে আগে আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিনের সেমিনার রুম থেকে উদ্ধꦡার হয়েছিল তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ। ঘটনার একমাস পূর্তি দিনই আজমেঢ় শরিফে গিয়ে শান্তি আর বিচার প্রার্থনা করলেন শ্রাবন্তী। তাঁর সঙ্গী তনুশ্রী চক্রবর্তী।
শ্যুটিং সূত্রে রাজস্থানে রয়েছে তাঁরা, নাকি আজমীঢ় শরীফ দর্শনেই পৌঁছেছেন নায়িকা তা স্পষ্ট নয়। এদিন নিয়ম মেনে দরগায় ফুল চড়ালেন শ্রাবন্তী-তনুশ্রী। ফুলের ডালি হাতে পোজ দিতে দেখা গিয়ܫেছে দুজনকে। গোলাপি সালোয়ার কামিজে সেজে শ্রাবন্তী, হলুদ রঙা সালোয়ারে ধরা দিলেন তনুশ্রী। নিয়মমඣাফিক দুজনেই ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন। দরগায় সুতো বেঁধে সারলেন প্রার্থনা।
ছবির কমেন্ট বক্সে উপচে পড়ছে মন্তব্য। অভিনেত্রী নুসরত জাহান লেখেন, ‘আমাকে ছেড়ে?? বাবা আমাদের সবার উপর শান্তি বজায় রাখুন’। এই পোস্টেও বিতর্ক পিছু ছাড়েনি শ্রাবন্তীর। ধর্ম টেনে কটাক্ষ করা হয় অভিনেত্রীকে। একজন লেখেন, ‘কেন মন্দির কম পড়েছিল নাকি?’ আরেকজন লꦆেখেন, ‘এরপর ক🎉ি ইসলাম ধর্মের কারুর সঙ্গে প্রেম করছেন?’ শ্রাবন্তী পালটা জবাব দেননি। বিয়ে বিতর্ক পিছনে ফেলে এখন কেরিয়ারই একমাত্র ফোকাস শ্রাবন্তীর।