সম্প্রতি রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সাওয়ান্তের বেশে দেখা গিয়েছে সুস্মিতা সেনকে। সৌজন্যে ওয়েব সিরিজ 'তালি' যিনি কিনা রবি যাদবের এই ওয়েব সিরিজে সুস্মিতাকে প্রথমে গণেশ, পরে গৌরীর বেশে দেখা যাবে। রবি যাদব🅷ের এই ওয়েব সিরিজে অভিনয়ের জন্য নিজেকে এক্কেবারে বদলে ফেলেছেন সুস্মিতা সেন। চালচলন, বাচনভঙ্গী সবেতেই আমূল পরিবর্তন এনেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। সম্প্রতি এক সাক্ষাৎকার🥂ে 'তালি' ওয়েব সিরিজে বৃহন্নলার চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুলেছেন সুস্মিতা সেন।
মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় নিয়ে নানান কথা তুলে ধরেছেন। সুস্মিতা বলেন, ‘আমাকে পুরুষ গণেশ এবং তারপরে গৌরীর চরিত্রে অভিনয় করতে হয়েছেল। পুরুষ হিসাবে অংশগুলি শ্যুট করার সময়, আমি আমার বুকে ব্যান্ডেজ বেঁধে রাখতাম, আর শরীর বদলাতে এবং পা আলাদা করার জন্য একটি ক্রোচ গার্ড পরতাম। আমাকে ওজন বাড়াতে হয়েছিল। বলা হয়েছিল শারীরিকভাবে আরও পুরুষালি কাঠামো অর্জন করার জন্য। কারণ পুরুষালি পার্থক্যগুলো দেখাতেই হত। ডাবিংয়ের সময়ও পুরুষ কণ্ঠের অংশগুলো আমায় আলাদা করে ডাব করতে হয়েছিল। কণ্ঠস্বর আরও ভারী করতে হয়েছিল। ডাব করতে করতে আমার গলা যত ভেঙে গিয়েছে, ততই এই স্বর আরও পারফেক্ট হয়েছে। বারবার চেষ্ট করতে করতে ভুলꦓ-ত্রুটির মধ্যে দিয়েই সঠিকটা অর্জন করি।’
আরও পড♍়ুন-করণের মধ্যে 'নেপোটিজম'-এর কিছুই দেখিনি, বলিউডে যা পেয়েছি, টলিউডে পাইনি: টোটা
সুস্মিতা আরও জানান, 'তালি' ওয়েব সিরিজটির জন্য শ্যুটিং সেটে এ✅কটি টিমে ৭০ শতাংশ কুশলী ছিলেল হিজ, যাতে চরিত্রে ঠিক-ভুল ওঁরা বলে দিতে পারেন। আ🥃মরা কোনও ভুল করলেই ওঁরা হাত দেখাতেন। ওঁদের নির্দেশনা মেনে আমরা ভুল শুধরে নিতাম।'
এর আগে টেড টকস-এ সুস্ম♊িতা বলেছিলেন, তিনি গৌরী সাওয়ান্তের সঙ্গে দেখাও করেছিলেন। সুস্মিতা জানিয়েছিলেন তিনি গৌরী সাওয়ান্তের সঙ্গে দেখা করার পর বুঝে ছিলেন তিনি একজন দয়াু, সহানুভূতিশীল মানুষ। প্রসঙ্গত, সম্প্রতি মু🎀ক্তি পাওয়া তালি টিজারে গৌরী সাওয়ান্তের বেশে চমকে দিয়েছেন সুস্মিতা সেন। যার ক্যাপশান ছিল ‘এই কাহিনী গালি থেকে তালি পর্যন্ত।’