দীর্ঘ বিরতি। তারপর ২০২০-তে 'আরিয়া' ওয়েব সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরেছেন সুস্মিতা সেন। ফিরেই ওয়েব সিরিজে নিজের অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন সুস্মিতা। তারপর আরও একটা চমক বাকি ছিল। 'সাম্প্রতিক' তালি ওয়েব সিরিজে ট্র🐟েলারে রূপান্তকামীর চরিত্রে মুগ্ধ করেছেন সুস্মিতা। কিন্তু অভিনেত্রী হিসাবে প্রভিভাবান হওয়া সত্ত্বেও কেন দীর্ঘদিন অভিনয় দুনিয়া থেকে দূরে ছিলেন সুস্মিতা? সাম্প্রতিক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন প্রাক্তন মিস ইউনিভার্স।
সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন, ‘LGBTQ+ সম্প্রদায়কে সামান্য কিছুর জন্য এত কঠিন লড়াই করতে হয়, এটা দেখে আমার মনে হয়েছে কাস্টিংয়ের ক্ষেত্রে আমরা কেন পরিশ্রম করব না?, রূপান্তকামীরা জানবেন, এই সিরিজটি তাঁদের আখেরে উপকারই করবে। আমি ওদেরকে কোনওভাবেই ভুল বলে মনে করি না, তবে আমি শুধুই রূপান্তরকামী সম্প্রদায়ের উপর ছবি করছি না। আমি গৌরী সাওয়ান্তের জীবন থেকে অনুপ্রাণিত হওয়া একটি সিরিজে অভিনয় করছি। এখানে আমাকে গৌরী নিজেই বেছে নিয়েছেন। আমি বিশ্বাস করি যে আজ যদি একজন মহ🦄িলা হয়ে রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করতে পারি, তাহলে পরবর্তী সময়ে রূপা🐻ন্তরকামীরাও এধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পাবেন।’
৯০-এর দশকে কাজ করতে করতে অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে চলে যাওয়ার প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘আমি বিরতিতে গিয়েছিলꦰাম, কারণ আমার মনে হয়েছিল, কাজটা আমি বিশেষ উপভোগ করছি না। অভিনেত্রী হিসবে নিজের উন্নতি করার মতো কিছু কাজ পাচ্ছি না। তখন আমার বয়স মাত্র ২৮। এছাড়াও আমি আমার মাতৃত্বকে উপভোগ করত🥂ে চেয়েছিলাম, এটাও একটা কারণ ছিল। তারপর আর্যা দিয়ে ফিরলাম। এবার তালি। দুটোই নারীকেন্দ্রীক। যদি নিজের কোনও সৃজনশীলতা না থাকে তাহলে আপনি কোথান নিজের ট্যালেন্ট দেখাবেন?’
সুস্মিতা বলেন, ‘O꧑TT প্ল্যাটফর্মের জন্য ঈশ্বরকে ধন্যবাদ, কারণ এটি আমাদেরকে একটি নতুন জীবন দিয়েছে। এটি অনেক অভিনেতাকে ফিরিয়ে এনেছে এবং নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। আমি খুশি যে আমি এই বিরতিটি নিয়েছি কারণ আপ♊নি যেটিকে পর্দার যুগ বলে মনে করেন তা হল এই দুনিয়ায় থাকার জন্য ক্রমাগত কিছু ছবিতে অভিনয় করা। আপনি যখন এই খেলা থেকে দূরে চলে যান তখন এটি একটি ঝুঁকি। তবে এই সতেজতাই পর্দার বয়সকে বাঁচিয়ে রাখে।’