পরনে শাড়ি-ব্লাউজ, গলায় রুদ্রাক্ষের বড় একটা মালা, মাথার চুল খোঁপা করে বেঁধে ত🐠াতে ফুল লাগানো, আর কপালে বড় একখানা টিপ। চোখে কঠিন দৃষ্টি। ইনি হলেন শ্রী গৌরী সাওয়ান্ত, ‘যাঁকে কিনা কেউ হিজড়ে বলেন, কেউ আবার বলেন সমাজকর্মী, কারোর কথায় তিনি নাটকবাজ, কেউ বলেন গেম চেঞ্জার।’ এভাবেই নিজেই নিজের পরিচয় করিয়েছেন গৌরী ওরফে সুস্মি🎐তা সেন। বলেছেন, 'এই কাহিনী গালি থেকে তালি পর্যন্ত।'
হ্য়াঁ, এবার বৃহন্নলার চরিত্রে দেখা যাবে সুস্মিতা সেনকে। সৌজন্যে 'তালি'। সত্যি ঘটনা অবলম্বনে এই ওয়েব সিরিজটি বানিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রবি যাদব। ২৮ জুলাই সামনে এস🥀েছে ওয়েব সিরিজের টিজার। যেখানে আরও একবার অন্যরকম চরিত্রে ধরা দিতে চলেছেন সুস্মিতা সেন। তাঁকে এমন লুকে দেখে স্তম্ভিত তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন-'আমার নাম করে টাকা তুলতে কঠোর পরিশ্রম 🍰করছেন এই মহিলা', 🤪ছবি ও মেসেজ সহ সতর্ক করলেন সোনু নিগম
আরও পড়ুন-'সেদিন মাথা এতไটাই গরম হয়েছিল, যে ওই অনুরাগীকে ঘুষিই মেরে দিতা෴ম', অকপট সতীশ শাহ