২০০১ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল-করিনা অভিনীত ছবি 'কভি খুশি কভি গম'। সেই ছবিতে ছোট্ট কারিনা কাপুর ওরফে 'পু'-এর চরিত্রে যে ছোট্ট মেয়েটি অভিনয় করেছিল তাঁকে মনে পড়ে?
করণ জোহেরর সেই ছবিতে সেই ছোট্ট 'পু'-এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মালবিকা রাজ। যদিও তিনি এখন আর সেই ছোট্টটি নেই। খুব শীঘ্রই মা হতে চলেছেন মালবিকা। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করে নিজেই এই সুখবর দিয়েছেন। জানিয়েছেন যে তিনি এবং তাঁর স্বামী প্রণব বাগ্গা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। সেই মুহূর্তটা তাই দুজনের জন্যই বিশেষ হতে চলেছে। পর্দায় বিভিন্ন এক চরিত্রে ফুটিয়ে তুলতে তিনি অভ্যস্ত, এবার সেই মালবিকাই নিজেকে প্রস্তুত করছেন বাস্তব জীবনের সবচেয়ে বড় চরিত্রের জন্য।
মালবিকা ও প্রণব
মালবিকা তাঁর স্বামী প্রণবের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁদের দু'জনকে Mom and Dad লেখা দুটি টুপি পরে থাকতে দেখা যাচ্ছে। ছবিতে দুজনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছে। ছবিগুলি দেখেই বোঝা যাচ্ছে এটা একটা পার্কে তোলা যেখানে অভিনেত্রী তাঁর গর্ভাবস্থা পরীক্ষার কিট নিয়ে পোজ দিয়েছেন। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশানে লেখেন, 'ইউ + আই = ৩'। মালবিকার কাকা কাকিমা, জনপ্রিয় অভিনেত্রী অনিতা রাজ, টাইগার শ্রফের মা আয়েশা শ্রফও এই পোস্টে কমেন্ট করেছেন। এছাড়া আরও অনেক জনপ্রিয় তারকা মালবিকাকে অভিনন্দন জানিয়েছেন।
নিজের মাতৃত্বের এই যাত্রার কথা বলতে গিয়ে, মালবিকা ইটাইমসকে জানিয়েছেন, ‘এটা একটা আবেগের মিশ্রণ যেখানে উত্তেজনা, স্নায়ুর চাপ (নার্ভাসনেস) এবং এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে। তবে আমি মনে করি, যিনি কিনা প্রথমবারের মতো মা হতে চলেছেন তাঁর পক্ষে এটাই স্বাভাবিক। এটা একটি বড় পরিবর্তন। আর আমি এখন একে একে ছোট ছোট দিন কাটিয়ে সেই পরিবর্তনের মুখোমুখি হতে প্রস্তুত।’
অভিনেত্রী জানিয়েছেন, তিনি আপাতত একটা বিরতি নেওয়ার কথা ঠিক করছেন যা তার জীবনে অনেকটা ভারসাম্য এনে দেবে। বর্তমানে তিনি তাঁর গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বলে জানিয়েছেন মালবিকা রাজ।