চলে এল সেই বহু প্রতিক্ষীত ফলাফল। অর্থাৎ বাংলা ধারাবাহিকের মধ্যে কোনটি এগিয়ে, কোনটি পিছিয়ে, সেটাই জানার পালা। চলুন ভয়ঙ্কর সর্বনাশের কথাটা আগে বলে দেই, সেটা হল টিআরপি-র সেরা দশ থেকে তৃতীয় সপ্তাহেই ছিটকে গেল মিত্তির বাড়ি। অনেক দর্শকেরই অভিযোগ, মিঠাই যেভাবে তাঁদের সঙ্গী হয়েছিল, তেমনটা পারছে না আদৃত-পারিজাতর ড্রামা। আর কার্যক্ষেত্রে তেমনই প্রমাণ হল। চলতি সপ্তাহে নম্বর উঠল মাত্র ৫.৩, অর্থাৎ সিরিয়াল ১১ নম্বরে। এখানেই শেষ💜 নয়, ৬.০ পাওয়া শুভ বিবাহের কাছে হারাল স্লটও।
তবে টিআরপিতে সেরা কিন্তু এবার একটা নয়, দু দ🅷ুটো ধারাবাহিক। আর তা হল কথা ও ফুলকি। দুটোর রটিংই ৭.৪। কথা এই নিয়ে টানা বেশ কয়েকটি সপ্তাহ টিআরপি টপার। মাঝে পিছিয়ে পড়লেও, ফুলকি ফের একবার নিজের প🍎ূর্বের জায়গায়, অর্থাৎ টপার পজিশনে। আপাতত জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক এই দুটোই।
আরও পড়ুন: স্টেজে টক্কর, আর পিছনে বড় ভাব সারেগামাপার সুরের জাদুকর আরাౠত্রিকা-দেয়াসিনীর! ঘটালেন এই কাণ্ড
দুইয়ে যৌথভাবে স্টার জলসার গীতা ও জি বাংলার পরিণীতা। মানে একসময় যে উদয় ছিল নায়ক আদৃতের ধ🍸ারাবাহিকের পার্শ্ব চরিত্র, আজ সেই উদয়ের কাছেই হার মানলেন কৌশাম্বির🍷 বর।
তিন নম্বরে জগদ্ধাত্রী। চারে উড়ান ও পাঁচে কোন গোপনে মন ভেস♏েছে। অর🌠্থাৎ প্রথম পাঁচ স্টার জলসার দুটো মেগা ও জি বাংলার ৫টা।
ভালো নম্বর তুলতে শুরু করেছে আনন্দীও। প্রথমদিকে সেভাবে ঋত্বিক ও অন্বেষা জুটির কামব্যাক মেগা জায়গা করতে না পারলেও, এখন তাঁদের 💝মধ্যে অনস্ক্রিন সম্পর্ক মাখোমাখো হতেই,. দর্শকও হারানো উৎসাহ ফিরে পাচ্ছে। সাতে গৃহপ্রবশ। ঊষসী-সুস্মিতের মেগা নম্বর তুলল ৬.৩। আটে শুভ বিবাহ ও নয়ে তেঁতুলপাতা।