সইফের উপর আক্রমণের ঘটনায় করিনার উপর দোষরোপে হতবাক টুইঙ্কল খান্না। অনেকেই বলেছেন, সইফ আলি খানের উপর বান্দ্রার বাড়িতে হামলার দিন বাড়িতে ছিলেন না করিনা। সে প্রসঙ্গে মুখ খুললেন টুইঙ্কল।
সইফের উপর হামলায় করিনার সমালোচনা মুখ খুললেন টুইঙ্কল
মাত্র কয়েকদিন আগের ঘটনা। সইফ আলি খানের উপর হামলার ঘটনা সকলকে অবাক করে দিয়েছিল। ঘটনার পর লীলাবতি হাসপাতালে চিকিৎসা, তারপর ইতিমধ্যেই ছাড়াও পেয়েছেন সইফ। তবে ঘটনার দিন গুরুতর আহত সইফের সঙ্গে হাসপাতালে যাননি করিনা কাপুর খান। আর তাতেই করিনাকে নিয়ে নানান গুঞ্জন ছড়াতে থাকে। অনেকেই বলতে থাকেন, করিনা আসলে নেশাগ্রস্ত, সইফের সঙ্গে ঘটনার দিন তিনি মাতায় হয়ে পড়েছিলেন। অবশেষে করিনার সমালোচনা নিয়ে মুখ খুললেন টুইঙ্কল খান্না।
ঠিক কী বলেছেন অক্ষয়পত্নী টুইঙ্কল?
ঘটনা প্রসঙ্গে নিজের কলমে টুইঙ্কল লেখেন, ‘সইফ আলি খানের ছুরিকাঘাতের পর অনেকেই এখন আরও বেশি করে সচেতন হয়েছেন। ঘরে ঘরে নিজেদের সুরক্ষ নিয়ে অনেকেই সজাগ থাকছেন। ঘটনায় পুলিশ ইতিমধ্যেই অপরাধীকে গ্রেফতার করেছে। তবে সইফ যখন হাসপাতালে, তখন হাস্যকর কিছু গুজব ছড়িয়ে পড়ে যে হামলার সময় তাঁপ স্ত্রী বাড়িতে ছিলেন না। কিংবা হামলার সময় তাঁকে সাহায্য করার পরিস্থিতি তাঁর ছিল না, কারণ তিনি নেশাগ্রস্ত ছিলেন। যেহেতু কোনও প্রমাণ নেই, তাই এই বোকা তত্ত্বগুলিকে থামানো যায়নি। বউয়ের ওপর দোষ চাপিয়ে লোকে আনন্দ পায়।- এটা খুব পরিচিত বিষয়।’