শারীরিক গঠন, বহুমুখিতা কিংবা নিজের দৃঢ় ব্যক্তিত্ব যে কোনও সফল সেলিব্রিটির জনপ্রিয়তার চাবিকাঠি। তবে এগুলি কি সবই আপেক্ষিক? প্রকৃতপক্ষে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকজন নেপো কিড এবং অভিনেতা রয়েছেন যারা ভক্তদের কাছে প্রিয় কারণ নেটিজেনরা তাঁদেরকে নম্র এবং মজাদার বলে মনে করেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে তাঁদের আলাপচারিতা কিংবা পাপারাজ্জিদের সঙ্গে দ্রুত কথোপকথন প্⛄রায়শই এই সেলিব্রিটিদের সম্পর্কে একটি ধারণা দিয়ে থাকে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়া সেনসেশন এবং ফ্যাশন আইকন উরফি জাভেদ সম্প্রতি দাবি করেছেন যে আমরা অনলাইনে যা দেখি তার সবই সত্য নয়।
আরও পড়ুন: (প্রেমের জল্পনায় সিলমোহরꦑ সইফ-পুত্রের? মালদ্বীপ থেকে একই ﷽সময় একই সঙ্গে ছবি পোস্ট পলক-ইব্রাহিমের)
ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকার ক্লিপে উরফিকে এমন এক সেলিব্রিটির নাম জানতে চাওয়া হয়, যার ইনস্টাগ্রাম স্টোরি এতটাই ফিল্টার করা যে কেউ বুঝতে পারে না তাদের বাস্তব জীবন কেমন।👍 সেই সেলেবের নাম উল্লেখ না করে উরফি বলেন, সব সেলেবরাই এমন। তিনি জানান, ‘আমি তাঁদের সঙ্গে অনলাইনে দেখেছি, তাঁরা খুব সুন্দর। কিন্তু যখন আপনি বাস্তব জীবনে তাদের সঙ্গে দেখা করেন, তখন আমি হলফ করে বলতে পারি যে তাঁদের যথেষ্ট অহংকার আছে। মাঝে মাঝে মনে হয় যে আপনি ইনস্টাগ্রামে তো এতো বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছিলে,♓ মুখে বলছিলে ‘নমস্কার’, আর সামনে... বাহ!’
আরও পড়ুন: (পরকীয়া 'ভালো', মন্তব্য অনির্বাণের! বললেন, 'কারও প্রতি প্রেম জাগলে 🐼বুঝতে পারি')
আরও পড়ুন: ('২৭ বছরে মা হবি, সময় নে আরেকটু', বলেছিলেন কাঞ্চন! 🧔তবুও কেন স্বামীর কথা রাখলেন না শ্রীময়ী?)

যদিও উরফি কোনও সেলেবের নাম নেননি, তবে নেটিজ🅠েনরা নিশ্চিত যে তিনি বলিউড অভিনেত্রী সারা আলি খানের কথা বলছেন। কারণ উরফি 'নমস্তে' (নমস্কার) উল্লেখ করেছেন। আর এভাবেই সারা পাপারাৎজিদের শুভেচ্ছা জানানোর জন্য বিখ্যাত। উরফির ভিডিয়ো ক্লিপের একটি রেডিট থ্রেডে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘সারাকে কিন্তু আঘাত করা হয়নি।’ অন্য এক নেটিজেন লিখেছেন: ‘অনুমানের জন্য কোনও পুরষ্কার নেই - এটি অবশ্যই নমস্তে আলি খান!! উরফি একটা বড় ইঙ্গিত!!’ আরেক ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘এটা নিশ্চয়ই অনন্যা নয়, আমি কিছু ক্লিপ দেখেছি যেখানে বলা হয়েছে অনন্যা নিজেই এসে পরিচয় করিয়ে দিয়েছে খুব মিষ্টি ইত্যাদি। এটা সারা আলি খানকে নিয়ে,’ একজন মন্তব্য করেছেন, ’ওহ এটি অবশ্যই সারা, ও এর আগেও 🔥ওকে নিয়ে বলেছে।'
সত্যিটা কী তা হয়তো জানা অধরাই থাকবে। আমরা কখনই জানতে পারব না যে উরফি কার কথা বল🥀ছে যতক্ষণ না সে নিজেই নামটি প্রকাশ করে। কিন্তু নেটিজেনদের মতো আপনিও কি মনে করেন তিনি স❀ারার দিকে ইঙ্গিত করছেন?