ভারত-পাক অশান্তিতে সংঘর্ষ বিরতি বোঝাপড়়া হয়েছে শনিবারই। কিন্তু তারপরেও সেই ‘বোঝাপড়া’ লঙ্ঘন করে পাক সেনা। রবিবার সন্ধের সাংবাদিক বৈঠকে শত্রু দেশের উদ্দেশেই এবার কড়া বার্তা দিলেন এয়ার মার্শাল এ কে ভারতী। পাশাপাশি পাকিস্তানের কোন কোন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার একটি ছবিও তুলে ধরলেন। আজকের সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার পক্ষ থেকে ছিলেন চার উচ্চপদস্থ সামরিক কর্তা। প্রথমজন রাজীব ঘাই (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ও লেফটেন্যান্ট জেনারেল), দ্বিতীয়জন এ কে ভারতী (ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস), তৃতীয়জন এএন প্রমোদ (ডিরেক্টর জেনারেল অব ন্যাভাল অপারেশনস) ও চতুর্থজন এস এসꦚ শারদা (এডিজিপিআই মেজর জেনারেল)। এই চার শীর্ষকর্তার কেরিয়ারের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের নানা সময়ের গৌরবময় ইতিহাস।
- রাজীব ঘাই, ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ও লেফটেন্যান্ট জেনারেল
লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও হিসেবে নিযুক্ত। শনিবার ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি বোঝাপড়া করার দায়িত্বে তিনিই ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে তিনি এই পদে যোগ দেন। এর আগে চিনার কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি) ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ঘাই। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর জম্মু ও কাশ্মীরে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা তাঁর। ৩৩ বছরের কেরিয়ারে এর আগেও ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাজীব। উপত্যকায় শান্তি বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে বারবার হাতে হাত মিলিয়ে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। সন্ত্র𝓡াসনবাদ দমনে উদ্বুদ্ধ করেছেন স্থানীয় তরুণদেরও।
আরও পড়ুন - ছক ভাঙার সাহস ওঁর মধ🌠্যে বরাবর দেখেছি’ সোফিয়া কুরেশিকౠে নিয়ে অভিজ্ঞতার কথা লিখলেন গবেষক সাবির আহমেদ
- এ কে ভারতী, ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস
এয়ার মার্শাল আদেশকুমার ভারতী ফাইটার কমব্যাট লিডার। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ডিজি♈এও পদে নিযুক্ত রয়েছেন। এর আগে ইস্টার্ন এয়ার কমান্ডের অ্যাডভান্স হেডকোয়ার্টারের দায়িত্ব সামলেছেন। সেন্ট্রাল এয়ার কমান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও ছিলেন এ কে ভারতী। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে সামলেছেন সুখোই-৩০ এমকেআই স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসারের দায়িত্ব। ভারত সরকারের তরফে বায়ু সেনা পদকে সম্মানিত করা হয় আদেশকে।
- এএন প্রমোদ, ডিরেক্টর জেনারেল অব ন্যাভাল অপারেশনস, ভাইস অ্যাডমিরাল
এএন প্রমোদ বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে কর্মরত একজন ফ্ল্যাগ অফিসার। বর্তমানে তিনি ডিজিএনও হিসেবে কর্মরত। এর আগে মহারাষ্ট্র নৌসেনার ফ্ল্যাগ অফিসার কমান্ডিং এবং ভারতীয় নৌ একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট এবং প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করে🍒ছেন।
আরও পড়ুন - মার্কিন সাংবাদিক ড্যানিয়েলের শিরশ্ছেদ স্তব্ধ করে দিয়েছিল পৃথিবীকে, জঙ্গিদের কোন রহ🌊স্য🌌 জেনে যান তিনি?
- এসএস শারদা, মেজর জেনারেল, এডিজিপিআই
মেজর জেনারেল সন্দীপ এস শারদা বর্তমানে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কিত কোনও তথ্য শেয়ার করার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নোটি🐬শ পাঠানোর ক্ষমতা রয়েছে তাঁর হাতে। এছাড়াও, শারদা আর্মি ওয়ার কলেজের ডিন পদে ছিলেন। ছিলেন স্টাডি অ্যান্ড লিডারশিপের ফ্যাকাল্টি পদে। সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ (CLAWS)-এ যুদ্ধ সংক্রান্ত তথ্য এবং বিভ্রান্তি মোকাবিলার নিয়েও বক্তৃতা দেন তিনি।