Indian Railway Break Journey: একটি টিকিটের পয়সায় দুটো ট্রেনে সংরক্ষণ পাবেন। ভারতীয় রেলের এই সুবিধাকে বলে ‘ব্রেক জার্নি’ নিয়ম। কোথাও ঘুরত💯ে যাওয়ার পথে অন্য কোথাও ১-২ দিন থাকতে হলে (কাজ বা ঘোরার জন্য) ‘ব্রেক জার্নি’ নিয়ম মেনে নিশ্চিন্তে টিকিট কাটতে পারেন।
‘ব্রেক জার্নি’র টিকিট কাটলে কী কী সুবিধা
১. ধরা যাক, আপনি হাওড়া থেকে বেঙ্গালুরু যাবেন। এবার হয়তো কোনও কাজে বা শুধু ঘোরার জন্য বিজয়ওয়াড়া স্টেশনে নামবেন। এক্ষেত্রে অনেকে সাধারণত হাওড়া থেকে বিজয়ওয়াড়ার টিকিট কাটেন। তার পর বিজয়ওয়াড়া থেকে বেঙ্গালুরু। এতে বেশি টাওকা লাগে। হাওড়া থেকে বিজয়ওয়াড়া সরাসরি টিকিট কেটে নিন। আপনার বেশ কিছু টাকা বেচে যাবে ট্রেন ভাড়া ও জিএসটি বাবদ।২. যারা কাজের সূত্রে নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাদের জন্য মস্ত ♕সুবিধা এই ব্রেক জার্নি। কোথাও ১-২ দিনের কাজ থাকলে সেটা মিটিয়ে আরামে অন্য ট্রেন ধরে গন্তব্যে যেতে পারবেন।
৩. কোথাও ১-২ দিনের জন্য বন্ধু বা পরিচিতꦇের বাဣড়ি থাকতে চাইলেও এই নিয়মে টিকিট কাটতে পারবেন। ১-২ দিনের বেশি কোথাও ঘোরার না থাকলেও এভাবে ঘুরে আসল জায়গায় পৌঁছে যেতে পারেন এই টিকিটে।
‘ব্রেক জার্নি’র টিকিট কীভাবে কাটবেন
১. ব্রেক জার্নির টিকিট অনলাইনে কাটা যায় না। এর জন্য আ🦹পনাকে স্টেশনে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিটꦓ কাটতে হবে।
২. টিকিটের জন্য ফর্ম নিয়ে প্রথম অংশ অর্থাৎ ‘Onward/Return Journey Details’-এর আগে পর্যন্ত অংশ পূরণ করতে হবে আপনার যাত্রা শুরুর স্টেশন থেকে ব্রেক জার্নির স্টেশনের নাম দিয়ে। ধরুন, হাওড়া থেকে বেঙ্গালুরু যাবেন, ব্রেক নেবেন বিজয়ওয়াড়াতে। তাহলে লিখতে হবে হাওড়া থেকে বিজয়ওয়াড়া। তার পর আপনার নাম, ট্রেনের নাম, নম্বর, আর যারা যাচ্ছেন, তাদের ত♛থ্য দিয়ে ওই অংশের অন্য খোপগুলো ফর্ম🔯 ভরে ফেলুন।
৩. এবার ব্রেক জার্ﷺনির স্টেশন থেকে গন্তব্যে যেতে অর্থাৎ বিজয়ওয়াড়া থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য ‘Onward/Return Journey Details’-এর অংশ পূরণ করুন।
৪. এক্ষে♛ত্রে একই ট্রেন বা অন্য ট্রেন বেছে নিতে পারেন। তবে ট্রেনে𝐆র ক্লাস আগের ট্রেনের সঙ্গে মিলতে হবে। অর্থাৎ আগেরটা স্লিপার হলে এটাও স্লিপার হতে হবে। আগেরটা থার্ড এসি হলে এটাও থার্ড এসি।
আরও পড়ুন - GK Story: বন্দে ভারত নয়,❀ রাজধানীও নয়, সবচেয়ে বেশি দূরত্ব ননস্টপ ছোটে এই এক্সপ্রেস!
৫. যেদিন বিজয়ওয়াড়া নামবেন, সেই দিনের ৪৮ ঘণ্টার মধ্যে একটি তারিখ আপনাকে এই অংশে দিতে হবে। কারণ ব্রেক জার্ন🌠ির স্টেশনে আপ𒁏নি ৪৮ ঘণ্টার বেশি থাকতে পারবেন না।
৬. 🌠এই অংশে বাকি তথ্য অর্থাৎ নাম, ফোন নম্বর দি💝য়ে ফর্ম সই করে দিলেই পেয়ে যাবেন ব্রেক জার্নির টিকিট।