প্রত্যেক বছর ২৪ মার্চ সারা বিশ্বে যক্ষা বা টিবি দিবস (World TB Day) পালন করা হয়। সব ধনের অসুখ নিয়েই গত কয়েক বছরে সচেতনতা বেড়েছে। বহু রোগই এখন সহজেই সামলে ওঠা সম্ভব। এক সময়ে টিবি নিয়ে মানুষের মনে যে পরিমাণ ভয় ছিল, তাও এখন অনেকটাই কেটে গিয়েছে। কিন্তু তার পরেও এখনও অনেকেই যক্ষায় আক্রান্ত হন। তাই মানুষকে সচেতন করতেই এই দিনটি পালিত হয়।
যক্ষার প্রকারভেদ:
এই অসুখটি মূলত দু’রকমের হয়।
ল্যাটেন্ট টিবি: এতে শরীরে জীবাণু থাকে। কিন্তু রোগ প্রতিরোধ শক্তি তাকে ঠেকিয়ে রাখে। সেটি সংক্রমণ ঘটাতে পারে না। অন্য কোনও বড় রোগে আক্রান্ত হলে এই জীবাণুটি তখন মারাত্মক হয়ে ওঠে।
অ্যাকটিভ টিবি: এতে রোগের জীবাণুটি সংক্রমণ ঘটায়। সেটি উপসর্গ থেকে টের পাওয়া যায়।
টিবি রোগের উপসর্গ:
ল্যাটেন্ট টিবির কোনও উপসর্গ নেই। যদিও ত্বক এবং রক্ত পরীক্ষা করে এটি বোঝা সম্ভব। অ্যাকটিভ টিবির উপসর্গগুলি হল:
- কাশি
- বুকে ব্যথা
- কাশির সঙ্গে রক্ত
- ক্লান্তি
- রাতে ঘুমের মধ্যে ব্যাপক ঘাম
- শীত করা
- জ্বর
- খিদে কমে যাওয়া
- ওজন কমে যাওয়া
কাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি?
কারও কারও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। দেখে নেওয়া যাক, তাঁরা কারা।
- যাঁদের ডায়াবিটিস আছে
- কিডনির অসুখে যাঁরা ভুগছেন
- যাঁদের মাথা বা ঘাড়ের আশপাশে ক্যানসার হয়েছে
- যাঁরা পুষ্টিগুণ সম্পন্ন খাবার কম খান
- কেমোথেরাপি চলছে যাঁদের
- যাঁদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম
- কিছু কিছু ওষুধ নিয়মিত খেতে বাধ্য হলেও এই সমস্যা হতে পারে
টিবির চিকিৎসা:
উপসর্গ দেখার পরে ত্বক এবং রক্ত পরীক্ষা করিয়ে টিবি রোগটি চিহ্নিত করা সম্ভব। তার পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম করে ওষুধ খেতে হবে। তাতে এই রোগ নিয়ন্ত্রণে থাকতে পারে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক