বাংলাদেশে রাজনৈতিক চড়াই উতরাইয়ের মাঝে ভারত-বাংলাদেশ🐬 সীমান্তে কড়া প্রহরায় বিএসএফ। এরই মাঝে, ত্রিপুরায় সীমান্তে গত ৪ দিনে ২৯ জন বাংলাদেশিকে বিএসএফ পাকড়াও করেছে বলে জানিয়েছে। একইসঙ্গে ৭ দালালকেও পাকড়াওꦇ করেছে বিএসএফ।
গত ৬ থেকে ১০ মার্চের মধ্যে ত্রিপুরা ফ্রন্টিয়ারে বিএসএফর বাহিনী ২৯ জন বাংলাদেশিকে আটক করেছে। এছাড়াও ৭ দালালও বিএসএফের হাতে ধরা পড়েছে বলে, বিএসএফ ত্রিপুরার তরফে জানানো হয়েছে। ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে লঙ্কামুরা, নিশ্চিন্তপুর, আগরতলা-আখাউড়া আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের মধ্যবিন্দু, মোহনপুরের হারনাখোলা, পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা রেলওয়ে স্টেশন, উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন এবং ধর্মনগর, দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম, গোমতি জেলা থেকে ধরা পড়েছে। বাহিনীর তরফে এক অফিসার জানিয়েছেন, ‘ স্থানীয় জনগণের উদ্বেগ দূর করার জন্য সীমান্তবর্তী এলাকায় ৯টিরও বেশি গ্রাম সমন্বয় সভা করেছে বিএসএফ। জাতির নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএসএফ তাদের নজরদারি এবং গোয়েন্দা ক্ষমতা বৃদ্ধি করে চলেছে।’ বিএসএফের ওই অফিসারের তরফে বলা হচ্ছে, মার্চের প্রথম সপ্তাহে ওই এলাকায় পশু পাচারের একাধিক চেষ্টা রোখা হয়ে🧔ছে। এছাড়াও উদ্ধার হয়েছে বহু পরিমাণ মাদক, পশু, চাল সহ ২.৮৮ কোটির সামগ্রী।
( Budh Vakri 2025 Lucky Zodiac signs: হোলি ২০২৫র পর থেকেই সৌভাগ্যের ফোয়ার ছুটতে পারে বৃষ সহ ৩ রাশ♋িতে! থাকবে বুধের কৃপা)
( Dengue: আবর্জনা 🃏সাফাই থেকে জমা জল নিয়ে সজাগ থাকার বার্তা! ডেঙ্গি রুখতে স্কুলে বড় নির্দেশ শিক্ষা দফতরের)
( British Diplomates Expelle♏d: গুপ্তচরবৃত্তির অভিযো🦩গ! ২ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার, মুখ খুলল ব্রিটেন)
( Grahan Yog in Kanya Rashi: ২০২৫র প্রথম গ্রহণের দিন কন্যা রাশিতে বিরল যোগ! চন্💙দ্র, কেতুর যুতিতে সৌভাগ্য ফিরতে পারে কাদের?)
( Tej🐟asvi Surya Wedding: তাঁর বিয়ের গিফ্ট হিসাবে এই দুটি জিনিস না দেওয়ার অনুরোধ BJP MPতেজস্বী সূর্যর! জানালেন কারণও)
উল্লেখ্য, উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যট♐ির সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটারের সীমান্ত রয়েছে। আর সেই সীমান্তের রাজ্যেই গত ৪ দিনে ৩৬ জনের মধ্যে ২৯ বাংলাদেশিকেꦛ আটক করেছে বিএসএফ। এই রাজ্যের ভারত বাংলাদেশের মধ্যে সীমান্তের বহু জায়গাই কাঁটাতার দিয়ে ঘেরা, তবে কিছু জায়গায় স্থানীয় মতানৈক্যের জেরে কাঁটাতার বসানো নেই। এই প্রেক্ষাপটে এই সীমান্ত থেকে বহু বাংলাদেশি ও রোহিঙ্গার গ্রেফতারি হয়েছে বিএসএফর দ্বারা।