বাংলা নিউজ > ঘরে বাইরে > Pakistani Spy: মাত্র ২০০ টাকা রোজ,পাকিস্তানের চর হিসাবে কাজ করত গুজরাটের যুবক, কী ছবি পাঠাত সে?
পরবর্তী খবর
গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। নাম দীপেশ গোহিল। সে একটা বেসরকারি কোম্পানিতে কাজ করত। সে পাকিস্তানের হয়ে গুপ্তচর হিসাবে কাজ করত বলে অভিযোগ। গুজরাটের দ্বারকাতে কাজ করত সে। সে ফেসবুকে পাকিস্তানের এক অফিসার আসিমার সঙ্গে যোগাযোগ রাখত বলে অভিযোগ। এদিকে পাকিস্তানের কাছে এই ছবি পাঠানোর বিনিময়ে তাকে প্রতিদিন ২০০ টাকা করে দেওয়া হত বলে খবর মিলেছে। আর সেই টাকার বিনিময়ে সে দেশের সংবেদনশীল ছবি পাঠিয়ে দিত।&nbsꦅp;