দূরপাল্লার ট্রেনে ঘুরতে যাওয়ার সময় মনটা আলুর চপের জন্য আনচান করছে? কিন্তু দূরপাল্লার ট্রেনে কোথায় আর আলুর চপ 🌟পাওয়া যাবে? তাই অন্য কোনও খাবার দিয়েই আলুর চপের অভাব মেটাতে হত। তাতে পেট স্বস্তি পেলেও মন শান্তি পেত না। কিন্তু এবার মনকে শান্তি দেওয়ার ব্যবস্থা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। শুধু তাই নয়, আলুর চপের সঙ্গে দূরপাল্লার ট্রেনে পাবেন ঘুগনি এবং ঝালমুড়িও।
- আলুর চপের দাম কত পড়বে? আইআরসিটিসির 'A-la-Carte' মেনু অনুযায়ী, দূরপাল্লার ট্রেনে দুটি আলুর চপ দেওয়া হবে। প্রতিটি ৫০ গ্রামের হবে। সেইসঙ্গে ১০০ গ্রাম ঘুগনি থাকবে। সবমিলিয়ে ৪০ টাকা পড়বে।
- ঝালমুড়ির দাম কত পড়বে? আইআরসিটিসির 'A-la-Carte' মেনু অনুযায়ী, দূরপাল্লার ট্রেনে ঝালমুড়ি বা ভেলপুরিও পাওয়া যাবে। ১০০ গ্রামের ঝালমুড়ি বা ভেলপুরির জন্য যাত্রীদের পকেট থেকে ৩০ টাকা খসবে। জিএসটি নিয়েই সেই দাম ধরা হয়েছে বলে আইআরসিটিসির তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: ট্রেনের শেষ⛦ বগিতে ‘X’ চিহ্ন কেন থাকে? যা꧃ বলল ভারতীয় রেল…
- আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের '২এ' (টু টিয়ার), '৩এ' (থ্রি টিয়ার) এবং 'চেয়ারকার'-এ সন্ধ্যার খাবারের তালিকায় আলুর চপ পাওয়া যাবে। ৪০ গ্রামের হবে আলুর চপ। তবে ঝালমুড়ি বা ভেলপুরি পাওয়ার সুযোগ নেই।
- দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসেও আলুর চপ পাওয়া যাবে। আইআরসিটিসির তালিকা অনুযায়ী, দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসেও ৪০ গ্রামে আলুর চপ দেওয়া হবে। তবে ঝালমুড়ি বা ভেলপুরি মিলবে না।
তবে শুধু আলুর চপ, ঝালমুড়ি, ঘুগনি, ভেলপুরি নয়, দূরপাল্লার ট্রেনের বিভিন্ন রকমের খাবার মিলবে। আইআরসিটিসির 'A-la-Carte' মেনু অনুযায়ী, কচুরি, ইডলি, সিঙাড♒়া, দুধ, দইবড়া, ব্রেড পকোড়া, পনির পকোড়া, ভেজ বার্গার, ভেজ নুডলস, চিজ স্যান্ডউইচ, মশালা ধোসা, টমেটো/ভেজ/চিকেন স্যুপ, ভেজ পোলাও, ফ্রায়েড রাইস, চিকেন স্য়ান্ডউইচ, চিকেন ফ্রায়েড রাইস, জিলিপি, ভেজ প্যাটিস, ওটস, পেস্ট্রি, লিট্টি চোখা, খিচুড়ি, স্প্রিং রোল, চিকেন মোমো, ভেজ মোমো, চিকেন কাটলেটের মতো খাবারও দূরপাল্লার ট্রেনে পাওয়া যাবে।
দূরপাল্লার ট্রেনে কী কী খাবার পাবেন এবং দাম কত, দেখে নিন সেই তালিকা –
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )