এই বছর অ্যাপেল সিইও টিম কুকের বেতন বাড়ল ১৮ শতাংশ। আগামী মাসে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপেলের বার্ষিক সভা। তার আগে সংস্থার তরফ থেকে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালে টিম কুকের বেতন ছিল ৬৩.২ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা কি না ৫৪৪ কোটি টাকা। আর এই বছর তা বেড়ে হয়েছে ৭৪.৬ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা কিনা ৬৪৩ কোটি টাকা। অবশ্য, ২ বছর আগে এর থেকে অনেক বেশিবেতন ঢুকেছিল টিম কুকের পকেটে। তার তুলনায় ২০২৪ সালে তাঁর প্রাপ্ত বেতনের পরিমাণ অনেকটাই কম। (আরও পড়ুন: অসমের ৩০০ ফুট গভীর খনিতে ৬ দিনে মিলল ৪ দেহ, এখনও নিখোঁজ বাংলার সঞ্জিত সহ ৫)
আরও পড়ুন: অমৃত ভারতের কাজ চলাকালীন রেল স্টেশনে বড়সড় বিপত্তি, ভেঙে পড়ল বিল্ডিং, আটকে বহু
এর মধ্যে টিম কুকের মূল বেতন বা বেস স্যালারি ছিল মাত্র ৩ মিলিয়ন ডলার। এছাড়া টিম কুক ৫৮.১ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার পেয়েছেন। এর পাশাপাশি প্রায় ১৩.৫ মিলিয়ন ডলারের বাড়তি ভাতা ঢুকেছে তাঁর অ্যাকাউন্টে। অবসরকালীন ভাতা, বিমা, ছুটি, নিরাপত্তা, বিমানযাত্রার খরচ-খরচা মিলিয়ে এই টাকা ঢুকেছে তাঁর অ্যাকাউন্টে। উল্লেখ্য, ব্যবসায়িক কাজে হোক বা ব্যক্তিগত সফর, প্রাইভেট বিমানেই যাতায়াত করেন টিম। এদিকে গতবারের তুলনায় টিম কুকের বেতন বৃদ্ধির মূলে রয়েছে অ্যাপেলের শেয়ারের মূল্যবৃদ্ধি। অবশ্য গতবছরের তুলনায় এই বছর টিম কুকের বেতন ১৮ শতাংশ বাড়লেও ২০২২ সালে তাঁর প্রাপ্ত বেতনের তুলনায় তা অনেকটাই কম। রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ সালে টিম কুক ৫৯ মিলিয়ন ডলার বেতন পাবেন বলে মনে করা হচ্ছিল। তবে সংস্থা যেহেতু প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করেছে, তাই বেশি টাকা ঢুকেছে তাঁর পকেটে।