ত্রিপুরার উদয়পুর রেলস্টেশনের জিআরপি-র ইনস📖পেক্টর ইন চার্জ গৌতম দেববর্মা বলছেন,'যদি ওঁরা আমায় আধার কার্ড দেখিয়েছিলেন, তবে আমার সন্দেহ হওয়ায় জেরা করি। তারা স্বীকার করে নেন যে তাঁরা বাংলাদেশ থেকে এখানে এসেছেন দালালের সাহায্যে।' &n♑bsp;সোমবার সকাল ৭ টা নাগাদ ত্রিপুরার উদয়পুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন লিপি আখতার ও তাঁর পরিবার। লক্ষ্য ছিল সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদা। তারপর শিয়ালদা থেকে আমেদাবাদ যাবেন। আমেদাবাদে কাজের খোঁজ করতে যাওয়ার পরিকল্পনা ছিল লিপি আখতারদের।
ত্রিপুরার উদয়পুর রেল স্টেশন থেকে বাংলাদেশের লিপি আখতার সহ ৫ জনকে গ্রেফতার করেছে জিআরপি। পুলিশের কাছে জেরায় লিপি জানিয়েছেন, মাথা পিছু ১🏅৫ হাজার টাকা তারা দালালকে দিয়ে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে। তাঁদের একটি করে ভুয়ো আধার কার্ডও করে দেয় ওই দালাল। সেখানে পশ্চিমবঙ্গের বহরমপুরের ঠিকানা ছিল। জিআরপির জেরায় জানা গিয়েছে, দালালকে হাতিয়ার করে বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঢুকে সেখান থেকে পশ্চিমবঙ্গ হয়ে গুজরাটের আমেদাবাদে যাওয়ার প্ল্যান ছিল ৫ বাংলাদেশির। তারা জানিয়েছেন, বাংলাদেশে প্রবল জিনিসের দাম। পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা পেটের দায়ে ভারতে এসেছেন। তাঁরা বলছেন,' আমরা ভারতে এসেছে পেটের দায়ে। যাতে পেটে খাবার জোটে, একটা ভালো জীবন পাওয়া যায়। বাংলাদেশে মুদ্রাস্ফীতি খুব বেশি। সেখানে চালের দাম ১০০ টাকা কেজি, কিম্বা তারও বেশি। দেশ আর আগের মতো নেই।'
( Grass Owl in Bengal: কয়েক দশক পর বাংলার আকাশে অস্ট্রেলেশিয়ান ঘাসপেঁচা! দ൲েখতে কেমন? ক্যামেরাবন্দি মালদার গঙ্গার চরে𓆉)