এবার স্টারলিঙ্কের ইন্টারনেটের ঝোড়ো গতি উপভোগ করার সুযোগ পাবে ভারতবাসীও। ভারতে এই স্টারলিঙ্কের ইন্টারনেট আনছে এয়ারটেল। ইতিমধ্যেই ইলন মাস্কের স্পেসেক্সের সঙ্গে তাঁদের চুক্তি হয়ে গিয়েছে। এই চুক্তি অনুযায়ী ভারতে আসছে স্ট🧔ারলিঙ্কের পরিষেবা।
এই চুক্তি সম্পর্কে যে তথ্য সামনে আসছে, তাতে জানা গিয়েছে, স্টারলিঙ্কের নানান সামগ্রী সম্ভবত এবার এয়ারটেলের স্টোরগুলিতেও পাওয়া যাবে। এছাড়াও স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবাও ভারতে আনছে এয়ারটেল। এছাড়াও গ্রামের স্কুলে ইন্টারনেট নিয়ে যাওয়ার পরিকল্পনায় রয়েছে স্টারলিঙ্ক। শুধু স্কুল নয়। স্বাস্থ্যকেন্দ্র, প্রান্তিক জায়গাতেও যাতে ইলন মাস্কের স্টারলিঙ্ক পৌঁছে যায়, তার পরিকল্পনা রয়েছে এয়ারটেলের। এছাড়াও এয়ারটেলের নেটওয়ার্ককে কীভাবে সমর্থন যোগাতে পারে স্টারলিঙ্ক, তার রাস্তাও খোঁজা হবে এই চুক্তিতে। এছাড়াও ভারতে স্টারলিঙ্ক, এয়ারটেলের পরিকাঠামো ব্যবহার করে কীভাবে এগোতে পারে,সেই পরিকল্পনাও এই চুক্তিতে থাকছে বলে খবর। স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে ইতিমধ্যেই ইউটেলস্যাট ওয়ানওয়েবের সঙ্গে কাজ করে এয়ারটেল। এরসঙ্গে স্টারলিঙ্কের সহায়তা যোগ হলে, প্রান্তিক এলাকাতে যেখানে ইন্টারনেটের অবস্থা খারাপ সেখানে এয়ারটেল নিজের পরিষেবার ব্যবসায়িক কেলবর বাড়াতে পারবে। ভারতী এয়ারটেলের তরফে ম্যানেজিং ডিরেক্টর গোপাল মিত্তল বলেন,' ভারতে এয়ারটেল গ্রাহকদের স্টারলিংক অফার করার জন্য স্পেসএক্সের সাথে কাজ করা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগের প্রতি আম♉াদের প্রতিশ্রুতি আরও স্পষ্ট করে তোলে।' অন্যদিকে, স্পেসেক্সের তরফে জিনি শটওয়েল বলেন,' আমরা এয়ারটেলের সাথে কাজ করতে এবং ভারতের জনগণের উপর স্টারলিঙ্কের যে রূপান্তরমূলক প্রভাব ফেলতে পারে তা উন্মোচন করতে পেরে উত্তেজিত। স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত থাকাকালীন মানুষ, ব্যবসা এবং সংস্থাগুলি যে অবিশ্বাস্য এবং অনুপ্রেরণামূলক কাজ করে তা দেখে আমরা ক্রমাগত অবাক হই।'
স্পেসেক্সের তরফে বলা হয়েছে,'এয়ারটেলের টিম, ভারতের টেলিকম ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই আমাদের সরাসরি অফারটি পরিপূরক করার জন্য তা🍨ঁদের সাথে কাজ করা আমাদের ব্ꦫযবসার জন্য অত্যন্ত অর্থবহ।' ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য স্পেকট্রাম বরাদ্দ নিয়ে চলমান আলোচনার মধ্যে এই চুক্তিটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।