সমগ্র শিক্ষা অভিযানের আওতায় থাকা কর্মসূচিতে ফান্ড বন্ধ করে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। দিল্লি, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে এই কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এই তিন রাজ্য প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইসিং ইন্ডিয়া স্কিমে তারা অংশগ্রহণ করার ক্ষেত্রে আগ্রহ দেখায়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আগামী পাঁচ বছরে এই স্কিমের বাজেট ছিল ২৭,০০০ কোটি টাকা। কেন্দ্র এই স্কিমের ৬০ শতাংশ টাকা দিত আর রাজ্যের তরফে এই স্কিমের ৪০ শতাংশ বহন করার কথা। এই স্কিমের অন্যতম লক্ষ্য ছিল অন্তত ১৪,৫০০ সরকারি স্কুলকে উন্নীত করা। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে এই স্কুলগুলির উন্নতির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল। কথা ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সঙ্গে রাজ্যের এনিয় মউ স্বাক্ষর করতে হয়। এরপর সংশ্লিষ্ট রাজ্য সরকার কেন্দ্র থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাবে। কিন্তু এই তিন রাজ্য এই স্কিম লাগুর ক্ষেত্রে যথাযথ উৎসাহ দেখায়নি বলে খবর। তার জেরেই এই স্কিমেও কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
সূত্রের খবর, তামিলনাড়ু, কেরল, দিল্লি, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ এই পাঁচ রাজ্য এই মউ স্বাক্ষর করেনি। তবে তামিলনাড়ু ও কেরল এই দুই রাজ্যে মউ স্বাক্ষর করার ক্ষেত্রে আগ্রহী। দিল্লি, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ এই চুক্তিতে সই করতে চায়নি। এরপরই কেন্দ্রীয় সরকার এই এসএসএ ফান্ড বন্ধ করে দেয়।