পরীক্ষা ব্যবস্থা বড় পরিবর্তন আনতে পারে কেন্দ্র। চলতি প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই বড় ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং সুরক্ষিত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্র। সোমবার সেই কমিটি প্রথম বৈঠক করবে। তার আগেই পরীক্ষা ব্যবস্থা সংস্কারের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
এদিকে বিহার পুলিশের তদন্তে জানা গিয়েছে, নিট-ইউজি প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীরা পাটনার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। রবিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, প্রশ্ন ফাঁস একটি স্থানীয় ঘটনা।
সিবিআই আনুষ্ঠানিকভাবে তদন্ত গ্রহণ করেছে এবং মেডিকেল প্রবেশিকা পরীক্ষার অনিয়মের পৃথক তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে। এনটিএ সূত্র জানিয়েছে, ১৭ জন এনইইটি-ইউজি আবেদনকারী যারা পেপার লিক থেকে উপকৃত হয়েছে, তারা পাটনার ৭০টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।
সূত্রগুলি জানিয়েছে, ১ লাখ প্রার্থীদের মধ্যে যারা এমবিবিএস/ডেন্টাল আসনের জন্য পরীক্ষার্থীরা ৪,৫০০টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। যা স্পষ্ট করে দেয় প্রশ্ন ফাঁস পাটনার ৫৭টি কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রগুলিকে প্রভাবিত করতে পারেনি।
আরও পড়ুন। বাতিল গ্রেস মার্কস, ফের পরীক্ষা দিয়ে কী বলছেন নিট 'টপাররা'? এবারও ৭২০-তে ৭২০ পাবেন?
তদন্ত যদিও প্রাথমিক পর্যায়ে। সিবিআই বিষয়টি নিশ্চিত করবে। এনটিএর পক্ষে এনইইটি-ইউজি বাতিলের বিরুদ্ধে যুক্তি প্রদান করেছে, যদি না সুপ্রিম কোর্ট অন্য রায় দেয়। সুপ্রিম কোর্ট ৮ জুলাই মামলাটি শুনবে। সূত্রগুলি এই অভিযোগগুলি খণ্ডন করেছে যে টপাররা নির্দিষ্ট কেন্দ্রে জমায়েত হয়েছিল।