নির্বাচনী বৈতরণী পার করে রিপাবলিকান সদস্য ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। শুরু হয়ে গেল ট্রাম্প ২.০র পথ চলা। আজ সোমবার, ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটরে কিছু পর মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ পাঠ করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই শপথ পাঠ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ বিদেশের তাবড় ব্যক্তিত্বরা। মার্কিন মুলুকের ধনকুবের এলন মাস্ক থেকে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানিরা এই শপথ পাঠের সাক্ষী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে এই অনুষ্ঠানে প্রতিনিধি হিসাবে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যান্য আন্তর্জাতিক অতিথিদের মধ্যে, চিনের ভাইস প্রেসিডেন্ট, জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশ বিষয়ক মন্ত্রীরা। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রের জীবিত প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন উপস্থিত।
এদিকে, শপথের আগে, ক্যাপিটলে ওয়ান এলাকায় ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ভিকট্রি ব়্যালি’ করেন ট্রাম্প। ৪০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো মার্কিন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানটি বাইরের পরিবর্তে ইউএস ক্যাপিটলের ভিতরেই অনুষ্ঠিত হবে। ঠান্ডা আবহাওয়ার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি বাড়ির ভিতরে স্থানান্তর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আগে এদিন ভাইস প্রেসিডেন্ট পদে শপথ পাঠ করেন জেডি ভান্স। এরপরই শপথ নেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। তাঁকে শপথ পাঠ করিয়েছেন মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস।
(Trump Inauguration: শুধু আম্বানিরাই নন, ট্রাম্পের শপথে আজ হাজির থাকবেন একাধিক তাবড় ভারতীয়! মোদী সরকারের তরফে কে?)
( Kuberdev blessed Lucky Zodiacs: কুবেরদেবের কৃপাধন্য এই রাশিগুলির প্রাপ্তির ঝুলি লম্বা! কী কী লাভ হয়? রইল জ্যোতিষমত)
( Partha Chaterjee in SSKM: নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিনের দিনে জেলে হঠাৎ অসুস্থ পার্থ, পৌঁছলেন এসএসকেএম-এ)
( Raut on Bangladeshis: ‘মোদী, শাহকে বলুন সব বাংলাদেশিদের হঠাতে, শুরু করুন হাসিনাকে দিয়ে’, সইফ-হামলা নিয়ে BJPকে তোপ রাউতের)
এদিকে, মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের আগমন ইউরোপের জন্য স্বস্তির খবর নয় বলে বার্তা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্র্যাঙ্কোস ব্যারো। তিনি বলেন,'মার্কিন যুক্তরাষ্ট্র, রাষ্ট্রপতির শপথের সাথে সাথে, একটি অবিশ্বাস্যভাবে আধিপত্যশীল রাজনীতির সিদ্ধান্ত নিয়েছে... আমরা যদি কিছুই না করি তবে আমাদের ভাগ্য সাধারণ হবে। আমাদের ওপর আধিপত্য চলবে, আমরা পিষ্ট হব, আমরা প্রান্তিক হব। এটা আমাদের, ফরাসি এবং ইউরোপীয়দের উপর নির্ভর করবে।'