‘বেকারদের প্রতি মাসে ৩,৫০০ টাকা দেওয়া হবে। সেজন্য রেজিস্ট্রেশন চলছে। নীচের লিঙ্কে ক্লিক কর♏ে ফর্🐲ম পূরণ করা যাবে।’
সম্প্রতি এমন কোনও মে🗹সেজ পেয়েছেন? তাহলে সতর্ক হয়ে য𓆏ান। কারণ সেটা ভুয়ো মেসেজ। কেন্দ্রের তরফে এমন কোনও প্রকল্প চালু করা হয়নি বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য যাচাইকারী টুইটার হ্যান্ডেল (@PIBFactCheck)।
ওই টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। তাতে লেখা আছে, 'প্রধানমন্ত্রী বেকার ভাতা প্রকল্পের জন্য প্রি-রেজিস্ট্রেশন চলছে। এই যোজনার আওতায় সমস্ত বেকার যুবক-যুবতীদের মাসে ৩,৫০০ টাকা দেওয়া হবে। প্রি-রেজিস্ট্রেশনের জন্য নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন করে নিজের ফর্ম পূরণ করুন।' 💯সেই মেসেজের সঙ্গে দাবি করা হয়েছে, ফর্ম পূরণের জন্য কোনও টাকা লাগবে না। দশম শ্রেণি পাশ হলেই আবেদন করা যাবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০-র মধ্যে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ৩১ অক্টোবর।
যদিও প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য🙈 যাচাইকারী টুইটার হ্যান্ডেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, 'ভাইরাল মেসেজে দাবি করা হচ্ছে যে ভারত সরকার 'প্রধানমন্ত্রী বেকার ভাতা প্রকল্পের' আওতায় বেকার যুবক-যুဣবতীদের মাসে ৩,৫০০ টাকা দিচ্ছে। ভারত সরকার এমন কোনও প্রকল্প নেই। কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। এটা প্রতারণার চেষ্টাও হতে পারে।'
বিশেষ দ্রষ্টব্য : সাইবার জালিয়াতি বা অনলাইন জালিয়াতির বিষয়ে অভিযোগ জানানোর জন্য 155💯260 নম্বরে ফোন করুন বা cybercrime.gov.in-এ যান।