নয়াদিল্লি: ভারত ও যুক্তরাজ্য মঙ্গলবার একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি ঘোষণা করেছে যা বেশিরভাগ পণ্য ও পরিষেবার উপর শুল্ক অপসারণ করবে, যা নয়াদিল্লি এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান𝔉্য দেশের মধ্যে অনুরূপ চুক্তির পূর্বসূরী হিসেবে কাজ করতে পারে। এই মুক্তি বাণিজ্য চুক্তিকে স্বা🌟গত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় চুক্তিটি ঘোষণা করেছেন। এই চুক্তিকে একটি ‘ঐতিহাসিক মাইলস্টোন’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী, তাঁর এক্স পোস্টে জানিয়েছেন, যে তিনি শীঘ্রই ভারতে যুক্তরাজ্যের প্রধানমনꦫ্ত্রী কিয়ের স্টারমারের সাথে দ🐠েখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত।
( শনিদে꧑বের রাশিতে যাচ্ছেন রাহু🍃, তাও আবার মে মাসেই গোচর! কন্যা সহ ৩ রাশিতে ধুন্ধুমার লাভ)
প্রসঙ্গত, ৯ মাস ধরে স্থগিত থাকার পর শেষমেশ ভারত ও ইউকের মধ্যে তাবড় মুক্ত বাণিজ্য চুক্তিটি এল। এই সম্পর্কিত আলোচনার সমাপ্তি ২৯ এপ্রিলেই ঘোষিত হয়ে যাবে এমনটা ভেবেছিল দুই দেশের সংশ্লিষ্ট পক্ষই। তবে শেষ মুহূর্তে আলোচনার সময়সীমা বেড়ে যায়। প্রসঙ্গত, এপ্রিলের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তাঁর পারস্পরিক শুল্ক (যা বর্তমানে ৯ 🎶জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে) আরোপের চার্ট। ভারত সহ বহু দেশের ওপর তিনি শুল্কের কোপ বসান। তার ফলে বিশ্ব জুড়ে বাণিজ্যে তাবড় প্রভাব পড়ে। সেই আবহে ভারত ও ইউকের মধ্যে এই মুক্ত বাণিজ্যের চুক্তি একটি বড় পদক্🐈ষেপ।