রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির দায়িত্বভার কার হাতে থাকবে তা নিয়ে লালু প্রসাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। ফের সেই বিবাদ কার্যত প্রকাশ্যে। দলের বিহার শাখার প্রধান জগদানন্দ সিংকে নানাভাবে অপদস্থ করার অভিযোগ উঠেছিল বড় ভাই তেজ প্রতাপের বিরুদ্ধে। এবার পরোক্ষে সেই তেজ প্রতাপকেই কটাক্ষ করলেন ছোটভাই তেজস্বী যাদব। তিনি জানিয়েছেন, তেজ প্রতাপ আমার বড় দাদা হতে পারে। কিন্তু আমার মা বাবা বরাবরই শিখিয়েছেন বড়দের সম্মান করতে এবং নিয়ম মেনে চলতে। রাজনীতিতে রাগ ও মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু সেজন্য নিজের শিক্ষা ভোলা উচিৎ নয়। আসলে দলের প্রবীন নেতাকে অপমান করা কোনওভাবে মেনে নিতে পারেননি তেজস্বী যাদব। কার্যত সেকারণেই এবার পালটা দাদা তেজপ্রতাপকে নিজের শিক্ষা সম্পর্কে সচেতন করলেন ছোটভাই তেজস্বী যাদব। এদিকে বিহারের রাজনীতিতে তেজ প্রতাপ ও তেজস্বী যাদবের দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে তেজ প্রতাপ ঘনিষ্ট একাধিক পদাধিকারীকেও সরিয়ে দেওয়ার পেছনে তেজস্বী যাদবের হাত ছিল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জেল থেকে ফিরে আসার পরে ধীরে ধীরে দলের রাশ নিজের হাতে নিচ্ছেন লালু প্রসাদ যাদব। তবে নানা কারণে দলের দায়িত্বভার তিনি কার্যত ছোট ছেলে তেজস্বী যাদবের হাতেই তুলে দিয়েছেন। এনিয়েও নিজেদের মধ্যে ঠান্ডা যুদ্ধ লেগেই রয়েছে।