༒অন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপির বিরুদ্ধে হিংসা সহ একাধিক অভিযোগ তুলে দিল্লির যন্ত্রর মন্তরে ধর্নায় বসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপির প্রধান জগনমোহন রেড্ডি। এতদিন তিনি এনডিএ অথবা ইন্ডিয়া জোট থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। তবে বুধবার জগনের ধর্না মঞ্চে দেখা গেল ইন্ডিয়া জোটের নেতাদের। জগনের বিক্ষোভে কংগ্রেসের কোনও প্রতিনিধি না থাকলেও সমাজবাদী পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, শিবসেনা এবং আপের প্রতিনিধিদের 💦দেখা গেল।
আরও পড়ুন: ‘স্বৈরশাসকের মতো’- YSRCP-র অফিস ভেঙে ফেলা নিয়ে চন্দ্রবাবুকে কটাক্ষ জগনে🌄র
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং রামগোপাল যাদব, তৃণমূল কংগ্রেসের নাদিমুল হক, শিবসেনার (ইউবিটি) সঞ্জয় রাউত এবং প্রিয়াঙ্কা চতুর্বেদী, আপের বিধায়ক রাজেন্দ্রপাল গৌতমকে এদিন জগন মোহনের বিক্ষোভ মঞ্চে যোগ দেন। এছাড়াও এআইএডিএমকের নেতাদেরও দেখা গিয়েছে মঞ্চে। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে ওয়াইএসআরসিপিকে ই⛄ন্ডিয়া জোটে যোগ দেওয়ার আহ্বান জানান বিরোধী নেতারা। আপ বিধায়ক রাজেন্দেপাল জগন মোহন রেড্ডির উদ্দেশ্যে বলেন, ‘শাসক দলের গণতন্ত্রবিরোধী মনোভাবের মোকাবেলা কর൲ার জন্য এখন ওয়াইএসআরসিপির ইন্ডিয়া জোটে যোগদানের সঠিক সময়।’
উল্লেখ্য, ওড়িশায় দীর্ঘ দুদশকেরও বেশি সময় ধরে চলা নবীন পট্টনায়েকের সাম্রাজ্যের পতন ঘটেছে। যদিও ভোটের আগে বিজেডি অথবা ওয়াইএসআরসিপি শাসক বা বিরোধী জোট থেকে দূরত্ব বজায় রেখেছিল। তবে বিজেপির কাছে ৪ জুন পরাজয়ের পর বিজেডি ইন্ডিয়া ব্লকের সঙ্গে যোগ দেওয়ার কথা ঘোষণা করে। এদিকে, অন্ধ্রপ্রদেশেও লোকসভা ও বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে ওয়াইএসআরসিপির। বর্তমানে দলটির ১১ জন রাজ্যসভার সদস্য এবং ৪ জন লোকসভা সাংসদ রয়েছে💃। তবে এখনও পর্যন্ত দলের তরফে ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার বিষয়ে কোনও ইঙ্গিত মেলেনি। এই অবস্থায় আগামী দিনে কি দলটি ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবে? সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।