মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ধনকুবের শিল্পপতি ইলন মাস্কের সঙ্গে আগেই ভিডিয়ো কল-এ কথা বলেছিলেন ব♍াংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এবার লিখলেন চিঠি। বাংলাদেশে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা চালু করতে আহ্বান জানিয়ে মাস্কের কাছে চিঠি লেখেন মহম্মদ ইউনুস। সঙ্গে জানিয়েছেন বাংলাদেশ সফররে আমন্ত্রণ।
গত ১৩ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভিডিয়ো কল-এ কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেবারও বাংলাদেশে স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট চালু করার বিষয়ে ইলন মাস্ককে আহ্বান জানান মহম্মদ ইউনুস। যার কূটনৈতিক তাৎপর্যও রয়েছে বলে মনে করা হচ্ছে। এবার ইলন মাস্কের উদ্দেশে চিঠি লিখলেন মহম্মদ ইউনুস। সেই চিঠিতে তিনি বাংলাদেশে স্টারলিঙ্কের ইন্টারনেট চালু করার আহ্বান জানান। চিঠিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা লেখেন,'একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে আসুন, আমরা একসঙ্গে কাজ করি।' একইসঙ্গে তিনি বলেন,' বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ স্থাপন করলে তা, বিশেষ করে বাংলাদেশের উদ্যমী যুবসমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনপদের জন্য রূপান্তরমূলক প্রভাব ফেলবে।' প্রধান উপদেষ্টার প্রেস উইং-র প্রে🦩স বিবৃতিতে এই বার্তা জানানো হয়েছে। জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ মাস্কের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা ইলন মাস্ককে বাংলাদেশে আসতে আমন্ত্রণ জানান। ইউনুস ওই চিঠিতে বলেন, ইলন মাস্কের বাংলাদেশ সফরে তাঁর সঙ্গে তরুণ–তরুণীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। এই তরুণ প্রজন্মই এই অগ্রগামী প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবে। প্রধান উপদেষ্টা চিঠিতে লিখেছেন,‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ স্থাপন করলে তা, বিশেষ⛎ করে বাংলাদেশের উদ্যমী যুবসমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনপদের জন্য রূপান্তরমূলক প্রভাব ফেলবে।’
( AirIndiaয় ভাঙা সিট কাণ্ডে শিবরাজের সঙ্গে কথা বিমান পরিবহ𒁃ন মন্ত্রীর,পদক্ষেপে DGCA)
এদিকে, বাংলাদেশে প্রধান উপদেষ্টা তাঁর প্রশাসনকে মাস্কের স্পেসেক্সের টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্⛦বয় করে কাজ করতে নির্দেশ দেন। আগামী ৩ মাস বা ৯০ টি কর্মদিবসের মধ্যেই স্টারলিঙ্ককে বাংলাদেশে চালু করার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে বার্তা দিয়ে দিয়েছেন ইউনুস। এর আগে গত, ১৩ তারিখের ভিডিয়ো কল-এ টেসলা, স্পেসেক্স, স্টাꦿরলিঙ্কের প্রধান ইলন মাস্কের সঙ্গে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে আরো অগ্রগতি নিয়ে কথা হয়। এদিকে, মোদীর মার্কিন সফরের পরই ভারতে ‘টেসলা’য় নিয়োগের বিজ্ঞাপন নিয়ে তুঙ্গে চর্চা শুরু হয়েছে। ভারতে টেসলার প্রথম শো রুম নিয়েও জল্পনা ছিল। তারই মাঝে মাস্কের স্টারলিঙ্ক নিয়ে জোরদার তৎপরতায় ইউনুস সরকার।