পুলিশ পরিচয় দিয়ে গোপনে ৫টি বিয়ে। তারপরেও ক্ষান্ত হয়নি যুবক। বিয়ের ওয়েবসাইটের মাধ্যমে আরও ৪৯ জন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। আর প্রতিক্ষেত্রেই যুবক প্রতারণার পর দুবাইয়ে পালিয়ে যেত। অবশেষে এক মহিলা অফিসারকে পাত্রী সাজিয়ে ওই যুবককে গ্রেফতার করল পুলিশ। এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন দুলহে রাজা’। ঘটনাটি ওড়িশার। ধৃত যুবকের নাম সত্যজিৎ মনোগোবি🅰ন্দ সামল। সে ওড়িশার জাজপুরের বাসিন্দা।
আরও পড়ুন: বিয়ের আসরে গিয়ে মত ব♑দল করা প্রতারণা নয়, রায় সুপ্রিম কোর্টের
তদন্তকারীরা জানতে পারেন, ওই যুবক বিয়ের ওয়েবসাইটের মাধ্যমে বিহার এবং প্রতিবেশী রাজ্য যেমন উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানার বিধবা এবং বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া মহিলাদের টার্গেট করত। এরপর তাদের বিয়ের প্রস্তাব দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে দুবাইয়ে পালিয়ে যেত। তার মোট পাঁচজন স্ত্রীর মধ্যে দুজন ওড়িশার এবং একজন কলকাতা ও দিল্লির বাসিন্দা। পুলিশ পঞ্চম স্ত্র🀅ীর বিবরণ জানার চেষ্টা করছে।
ভুবনেশ্বর-কটকের পুলিশ কমিশনার সঞ্জীব পান্ডা জানিয়েছেন, সামলের দুই স্ত্রীর কাছ থেকে পৃথক অভিযোগ পাওয়ার পর এই ঘটনায় তদন্ত নামে পুলিশ। তারপরেই একে একে সত্যজিতের একাধিক কুকীর্তি পুলিশের সামনে আসে। পুলিশ তার কাছ থেকে একটি গাড়ি, একটি মোটর বাইক, নগদ ২.১০ লক্ষ টাকা, একটি পিস্তল, কার্তুজ এবং দুটি বিয়ের চুক্তির শংসাপত্র উদ্ধার করেছꦺে।