ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। নিশানা করেছিল স্কুল, চিকিৎসা কেন্দ্রের মতো অসামরিক প্রতিষ্ঠানকে। তবে তাতে পাকিস্তান সফল হয়নি বলে স্পষ্টভাবে জানিয়ে দিল ভারত। শনিবার সকালে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার ব্যোমিকা সিং জানান, গভীর রাতে ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করেছিল। নিশানা করেছিল শ্রীনগর, অবন্তীপুরা এবং উধমপুর বায়ুসেনা ঘাঁটির মেডিক্যাল সেন্টার ও স্কুলকে। তারইমধ্যে সীমান্তের বিভিন্ন ‘ফরোয়ার্ড’ এলাকায়🎐 পাকিস্তানি সেনাকে এগিয়ে আসতে দেখা গিয়েছে। অর্থাৎ উত্তেজনা আরও বাড়ানোর ইঙ্গিত মিলছে। আর পাকিস্তান যদি উত্তেজনা বৃদ্ধি করে, তাহলে ভারত যোগ্য জবাব দেবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন ভারতীয় সেনার কর্নেল কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার সিং।
আকাশপথে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্ত গোলাবর্ষণ পাকিস্তানের
শনিবার সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার কর্নেল কুরেশি জানান, শুক্রবার রাতে পুরো ওয়েস্টার্ন ফ্রন্টে আক্রমণের চেষ্টা চালিয়েছে পাকিস্তান। ড্রোন, যুদ্ধবিমান ও অন্যান্য অস্ত্রশস্ত্র ব্যবহার করে ভারতীয় সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে। গোলাবর্ষণ করেছে নিয়ন্ত্রণরেখাতেও। শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত ২৬টির বেশি জায়গায় আকাশপথে অনুপ্রবেশের চেষ্টা করেছে। অধিকাংশ হামলাই সাফল্যের সঙ্গে রুখে দেওয়া হয়েছে। তবে পাঠানকোট, উধমপুর, ভাটিন্ডা, ভুজের 🎃বায়ুসেনা ঘাঁটিতে যৎসামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের সুর চড়ানো মিথ্য🅘াচারের মুখোশ টেনে খুলল দিল্লি! ফের মিশ্রির খোঁচায় ইসলামাবাদ
হাইস্পিড মিসাইল ছুড়েছিল পাকিস্তান
সেইসঙ্গে ভারতীয় সেনার কর্নেল কুরেশি জানান, রাত ১ টা ৪০ মিনিটে হাইস্পিড মিসাইল ব্যবহার করে পঞ্জাবের বায়ুসেনা ছাউনিতে আক্রমণের চেষ্টা করেছিল পাকিস্তান। নিজেদের চূড়ান্ত অপেশাদারিত্ব এবং নির্লজ্জতꦺার প্রমাণ দিয়ে ইচ্ছাকৃতভাবে ভারতের ব👍িভিন্ন বায়ুঘাঁটির স্কুল, চিকিৎসা কেন্দ্রের জায়গায় হামলার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন ভারতীয় সেনার কর্নেল কুরেশি।
আরও পড়ুন: ভারতীয় ‘ড্রোন ইন্টারসেপ্ট করা হয়নি কারণ..’ পাক প্রতির🔯ক্ষামন্ত্রী𝕴র আরও এক আজব মন্তব্য খবরে!
পাকিস্তানের ৬ সামরিক জায়গায় প্রত্যাঘাত ভারতের
আর সেই হামলার পালটা হিসেবে ভারতীয় সামরিক বাহিনী এ༺কেবারে নির্দিষ্টভাবে পাকিস্তানের সামরিক এলাকায় আক্রমণ চালায়। নির্লজ্জ ইসলামাবাদের মতো অসামরিক জায়গায় পালটা আক্রমণ না চালিয়ে স্রেফ পাকিস্তানের প্রযুক্তিগত পরিকাঠামো, কম্যান্ড ও কন্ট্রোল সেন্টার, রেডারের জায়গা এবং অস্ত্র মজুতের জায়গাকে নিশানা করা হয়।
আরও পড়ুন: ভারতকে তা♉ক করে ফতেহ মিসাইল চার্জ পাকিস্তানের! গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা, সীমান্ত🐻ে তুঙ্গে উত্তেজনা
ভারতীয় সেনার কর্নেল কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং 🐼কম্যান্ডার সিং জানিয়েছেন, যুদ্ধবিমান থেকে রাফিকি (শোরকোট), মুরিদ, চাকলালা সামরিক ঘাঁটি, রহিম ইয়ার খান, সুক্কুর এবং চুনিয়ান সামরিক ঘাঁটিতে পালটা আক্রমণ চালিয়েছে ভারত। পারসুর এবং শিয়ালকোটেও ভারত পালটা আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছেন কর্নেল কুরেশি এবং উইং কম্যান্ডার সিং।