এক যাত্রীর আপদকালীন দরজা খোলার চেষ্টায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে ভেনেজুয়েলাগামী প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের বিমানে। ২৮ ফেব্রুয়ারি স্পেনের মাদ্রিদ থেকে ভেনেজুয়েলার কারাকাস যাচ্ছিল উড়ানটি। সূত্রের খবর, ওই যাত্রী একাই প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের ওই উড়ানে ভেনেজুয়েলা যাচ্ছিল। মাঝ আকাশে আচমকাই ওই যাত্রী পাশের সিটে বসে থাকা অন্য যাত্রীকে ঘুমন্ত অবস্থায় চড় মারেন এবং ক্ষিপ্ত হয়ে জোরে চিকিৎকার করতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হতেই ক্রু সদস্যরা এগিয়ে আসেন এবং ওই যাত্রীর সিট বদল করে দেন। যাতে তিনি কাউকে আর বিরক্ত করতে না পারেন। এরপরেই পরিস্থিতি আরও খারাপ হয়। কিছুক্ষণ পরেই ওই যাত্রী আপদকালীন দরজার কাছে এগিয়ে যান এবং জোরপূর্বক তা খোলার চেষ্টা করেন। যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। (আরও পড়ুন: রিলায়েন্স এবং মুকেশ আম্বানির পার্টনারদের থেকে ২⛄৪৫০০ কোটি টাকা দাবি মোদী সরকারের)
এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ক্রু সদস্যরা ক্ষিপ্ত যাত্রীকে আটকানোর চেষ্টা করছেন। আর বিমানের অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠছেন।ভিডিওটির শেষে ওই ক্ষিপ্ত যাত্রীকে হাত বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে।এই ঘটনা প্রসঙ্গে প্লাস আল্ট্রার মুখপাত্র বলেছেন, 'তাৎক্ষণিকভাবে আমাদের কেবিন ক্রুরা উত্তেজিত যাত্রীকে নিয়ন্ত্রণে আনেন। অ্যাকশন প্রোটোকল অনুসরণ করে তাঁকে গন্তব্যে পৌঁছনোর আগে পর্যন্ত বিমানের পিছনে আটকে রাখা হয়। সেই সময় পর্যন্ত তাঁর সঙ্গে দুজন ক্রু সদস্য ছিলেন।কারাকাসে বিমান অবতরণের পর ওই যাত্রীকে আটক করা হয়।এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। (আরও পড়ুন: ইউনুসের ওপর আরও চটে যাওয়ার 'নতুন কারণ' পেলেন ট্রাম্প? ঢাকা বলছে..𝓡.)
আরও পড়ুন: কানাডা দখল করতে ছক কষছেন ☂ট্রাম্প,🍌 'শুল্ক যুদ্ধের' আবহে বড় দাবি ট্রুডোর
উল্লেখ্য, এই ধরনের ঘটনা এই প্রথম নয়। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। সম্প্রতি যোধপুর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের আপৎকালীন দরজা খুলে ফেলেন এক যাত্রী। এই 🍬ঘটনাকে কেন্দ্র করে বিমানের মধ্যে শোরগোল পড়ে যায়।জানা গিয়েছিল, সমস্ত যাত্রী বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে বিমান🎶ে উঠে পড়েছিলেন। কেবিন ক্রু সদস্যরা নিয়ম মেনে বিমান ছাড়ার আগে সবকিছু খতিয়ে দেখছিলেন। ঠিক তার আগে আপৎকালীন দরজা খুলে দেন যাত্রী। তখন কেবিন ক্রু সদস্যরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল শুরু করেন। যাত্রীকে আটক করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, ওই যাত্রীর নাম সিরাজ কিদওয়াই। তিনি অ্যাক্সিস ব্যাঙ্কে কাজ করেন। তিনি দাবি করেন, যে তিনি জানতেন না, ভুলবশত ফ্ল্যাপটি খুলেছিলেন৷ আপতকালীন দরজা খোলার পরে পাইলটকে সরাসরি বার্তা পাঠানো হয়। নিরাপত্তা কর্মকর্তারা পরে যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিয়ে যান।