জাতিগত জনগণনার দাবিতে বার বার সওয়াল💮 করেছে কংগ্রেস। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরিষ্কার জানিয়ে দিলেন, ওবিসি, দলিত, আদিবাসীরা যদি একবার গোটা দেশ জুড়ে তাদের প্রকৃত সংখ্য়াটা জেনে যান তবে দেশ চিরদিনের জন্য বদলে যাবে।
বিহারে জাতিগত জনগণনা হয়েছে। তার আগে থেকেই জাতিগত জনগণনার দাবিতে সওয়াল করছিল কংগ্রেস।𝐆 এবার বিধানসভা ভোটের মুখে ফের এনিয়ে আওয়াজ তুলছেন কংগ্রেস🌌 এমপি রাহুল গান্ধী। রাহুল গান্ধীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনিয়ে তাদের অবস্থান পরিষ্কার করছেন না।
রাহুল বলেন, মোদীজি ১২,০ꦑ০০ কোটি টাকার বিমানে চাপেন। রোজ তিনি নতুন নতুন জামাকাপড় পরেন। ওবিসির নাম করে তিনি ভোটে জিতেছেন। আর যখন ওবিসির অধিকার রক্ষার কথা বলা হচ্ছে তখন তিনি বলছেন ওবিসি বলে কিছু নেই, তিনি বলছেন গরিবরাই এখানকার একমাত্র জাতি।
রাহুল বলেন, আমরা দেখিয়ে দেব ওবিসি কতজন আছেন। নরেন্দ্র মোদী যাই বলুনܫ কংগ্রেস যবে থেকে ছত্তিশগড়ে ক্ষমতায় আসবে জাতিগত সমীক্ষা শুরু হবে। দিল্লিতে যবে আমাদের সরকার আসবে প্রথম সই যেটা হবে সেটা কাস্ট সেনসাসের উপর।আর সেটাই হবে ঐতিহাসিক সিদ্ধান্ত। যেদিন থেকে দেশে কতজন ওবিসি, দলিত ও আদিবাসী রয়েছেন সেই জনসংখ্যাটা যবে জানা যাবে, তারা তাদের প্রকৃত শক্তিটা জানতে পারবেন তবে এই দেশ চিরদিনের জন্য বদলে যাবে। এটা স্বাধীনার পরে বিরাট বৈপ্লবিক সিদ্ধান্ত হবে।
সেই সঙ্গেই তিনি জা𒀰নিয়েছেন বিজেপি সরকার আদানিদের লোন মকুব করে দেয়। কিন্তু কংগ্রেস সরকার কৃষকদের লোনকে মকুব করে দেবে। তিনি বলেন, কর্ণাটক, রাজস্𒈔থান, ছত্তিশগড়ে, হিমাচল প্রদেশে যেখানে আমাদের সরকার রয়েছে সেখানে আমি সমস্ত মুখ্যমন্ত্রীদের বলব শিল্পপতিদের মোদী সরকার যে টাকা দিচ্ছে সেটা যেন কৃষকদের দেওয়া হয়।
রাহুলের কথা, আদানির পকেটে যে টাকা ꦆযায় সেটা তো আমেরিকায় চলে যায়। আর সেই টাকা যদি কৃষকের কাছে যায় তবে সেটা গ্রামীণ অর্থনীতিকে পোক্ত করবে।