UK Illegal Immigrant: বেআইনি ভাবে ব্রিটেনে ঢুকলে থাকতে দেওয়া হবে না-ঋষি সুনক Updated: 06 Mar 2023, 10:29 PM IST Soumick Majumdar রবিবারের একটি সাক্ষাত্কারে দেশবাসীর কাছে এই প্রতিশ্রুতি করেন তিনি। বর্তমানে ব্রিটেনে ইউরোপ থেকে অভিবাসীদের বেআইনি প্রবেশের সমস্যা তুঙ্গে উঠেছে। কোনও দেশের পক্ষে এর প্রভাব কী হবে, তা অজানা নয়। এমনিতেই ব্রিটেনের অর্থনীতি এখন কিছুটা ব্যাকফুটে।