কথায় আছে রাখে হরি মারে কে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেন্ট্রাল রেলওয়ের পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে চলন্ত ট্রেন থেকে এক ব্য়ক্তি নামতে যাচ্ছেন। আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। এদিকে সেই সময় প্লাটফর্মে ছিলেন আরপিএফ কনস্টেবল নেত্রপাল সিং। ওই যাত্রীকে একেবারে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দেন তিনি। রেলের তরফ থেকে লেখা হয়েছে, এটি মুম্বইয়ের ওয়াদালা স্টেশনের ঘটনা। আরপিএফ কনস্টেবলের তৎপরতায় রক্ষা পেয়েছে ওই যাত্রীর জীবন। তিনি ট্রেন থেকে নামার সময় পড়ে যান। এরপরই সতর্ক করে লেখা হয়েছে, চলন্ত ট্রেন থেকে ওঠা, নামা না করার জন্য সকলকে বলা হচ্ছে। ভিডিয়ো দেখলে একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠবে। দেখে নিন সেই ভিডিয়ো।
আর এই ভিডিও দেখে শিউরে উঠেছেন অনেকেই। স্টেশনে ভালোই গতি ছিল ট্রেনটির। আর চলন্ত ট্রেন থেকে সম্ভবত নামতে গিয়েছিলেন ওই যাত্রী। সঙ্গে ব্যাগপত্রও ছিল। আচমকাই তিনি ট্রেন থেকে ছিটকে পড়ে যান। টাল সামলাতে পারেননি। একেবারে প্লাটফর্মের উপর গিয়ে পড়েন। এদিকে পাশ দিয়েই দ্রুত গতিতে ছুটছে ট্রেন। ট্রেন থেকে তাঁর দূরত্ব কয়েক ইঞ্চির। আর একটু হলেই তিনি রেললাইনের ফাঁক গলে নীচে পড়ে যেতেন।
একেবারে মৃত্যুর মুখোমুখি হয়ে পড়েন তিনি। কিন্তু আরপিএফ কনস্টেবল একটুও দেরি করেননি। তিনি রেললাইনের ধার থেকে ওই যাত্রীকে সরিয়ে আনেন। অন্যান্য যাত্রীরাও এগিয়ে আসেন দ্রুত।