রক্তাক্ত মণিপুরের অমানবি� এক ঘটনা� ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দু'জন মহিল� একেবার� নগ্ন অবস্থা� রাস্তা দিয়ে হাঁটছেন। অভিযোগ, ওই দু� মহিলাক� মাঠে� মধ্য� গণধর্ষণও কর� হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত � মে� সে� ঘটনা� এবার উদ্বেগ প্রকাশ করলে� কেন্দ্রী� মহিল� � শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। এই নিয়ে একটি টুইট করেন বিজেপি সাংসদ। তাতে তিনি লেখে�, 'মণিপুর� � জন মহিলার যৌ� নির্যাতনের ভয়াবহ যে ভিডিয়ো সামন� এসেছ�, তা নিন্দনীয় এব� সম্পূর্ণ অমানবিক।' স্মৃতি জানা�, এই ঘটনা নিয়ে তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরে� সিংয়ের সঙ্গ� কꦬথা বলেছেন� স্মৃতি ট🅰ুইট বার্তা� লেখে�, 'মুখ্যমন্ত্রী বীরে� সি� আমাক� জানিয়েছে� যে ঘটনা� তদন্� চলছে� অপরাধীদে� বিচারে� আওতায় আনার জন্য সবকিছু কর� হব� বল� আশ্বাস দে� তিনি�'
এদিক� জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়ো� ঘটনাটি ঘট� ইম্ফ� থেকে প্রা� ৩৫ কিমি দূরে কাংপোকপি🐈 জেলায়। পুলিশে� এফআইআর অনুযায়ী, সে� ঘটনা� নির্যাতিতা মহিলাদের পরিবারের দু� সদস্যকেও খু� কর� হয়েছিল� এফআইআর� বল� হয়েছ�, � মে এক কুকি পরিবারের � সদস্� আতঙ্কে বন� লুকিয়ে �ড়েছিলেন� পুলি� তাদে� উদ্ধার করে। কিন্তু পুলিশে� হা� থেকে তাদে� ছিনিয়ে নেওয়� হয়� এরপর ৫৬ বছ� বয়সি এক ব্যক্তিক� খু� কর� হয়� তারপ� তিনজ� নারীকে নগ্ন করিয়� হাঁটান� হয়� ২১ 🍷বছ� বয়সি এক মহিলাক� গণধর্ষ� কর� হয় বল� অভিযোগ� পর� তি� মহিল� কোনওরকমে পালিয়ে যান। ২১ জু� অভিযোগ দায়ে� কর� হয় পুলিশে�
উল্লেখ্য, গত � মে থেকে জাতিগত হিংসার সাক্ষী মণিপুর� মাঝে পরিস্থিত� কিছুটা শান্� ছিল। তব� পুরোপুরি স্বাভাবি� হয়নি অবস্থা� এখনও পর্যন্� কয়েক হাজা� জনকে উদ্ধার কর� নিরাপদ স্থানꦯ� নিয়ে যাওয়� হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এব� কাংপোকপি জেলা থেকে অধিকাং� মানুষক� সরান� হয়েছে। এর� মধ্য� হিংসায় মৃতে� সংখ্যা বেড়� চলেছে। অভিযোগ উঠেছ� কুকি ‘জঙ্গিরা� অটোমেটিক রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আবহে কুকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে সে� রাজ্যে�
প্রসঙ্গত, ইম্ফ� উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মৈতৈ জনজাতি� তব� তারা সম্প্রতি দাবি তুলেছে যে তাদে� তফসিলি উপজাতি� তকমা দিতে হবে। তাদে� এই দাবি� বিরো� জানিয়েছে স্থানী� কুকি-জো আদিবাসীরা� এই আবহে গত এপ্রিলের শে� সপ্তাহ� মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্� ইউনিয়ন একটি মিছিলে� আয়োজ� করেছিল� সে� মিছি� ঘিরে� হিংস� ছড়িয়ে পড়ে চূড়াচাঁদপুর জেলায়। এদিক� তফশিলি উপজাতি� ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জম� এব� সার্ভে নিয়ে� উত্তাপ ছড়িয়েছে� এই আবহে গত এপ্রিল মাসে এই চূড়াচাঁদপুর জেলাতে� মুখ্যমন্ত্রী বীরে� সিংয়ের সভাস্থলে 🐓আগুন লাগিয়ে দিয়েছি� ইন্ডিজেনাস ট্রাইবাল লি�ার� ফোরামে� সদস্যরা। এদিক� এই জেলা থেকে আদিবাসী বনাম মৈতৈদে� এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্যান্য জেলাতেও। আর এখনও পর্যন্� সে� হিংস� প্রা� হারিয়েছে� শতাধিক মানুষ।