২০২৪ লোকসভা ভোট পর্বের এখনও বহু দফা বাকি। তার আগে, সদ্য কংগ্রেসের নেতা মণিশঙ্কর আইয়ারের একটি পুরনো ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে মণিশঙ্কর আইয়ার বলছেন, পাকিস্তানের কাথে পরমাণু বোমা রয়েছে, আর তার জন্য তাদের সমীহ করে চলার কথা। এই ভিডিয়ো কার্যত ভোটে বিজেপির টার্গেটে পড়েছে। এদিকে, সেই ইস্যুতে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হতেই এবার মুখ খুললেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি।
রেবন্তের নিশানা ছিল প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে। রেবন্ত বলেন,'মোদীর জন্য় সব কিছু রাজনৈতিক, সব কিছুই তার ভোট জেতার জন্য। তাঁর ভাবনার ধরন দেশের পক্ষে ভালো নয়। সময় চলে এসেছে মোদীকে ও বিজেপিকে বিদায় জানানোর। যা কিছু ওঁদের জিজ্ঞাসা করুন, ওঁর উত্তরে বলেন ‘জয় শ্রীরাম’। তাঁরা পুলওয়ামা হামলা রোধে ব্যর্থ হয়েছে। আইবি কী করছিল? আমাদের ইন্টালিজেন্স নেটওয়ার্ক কী করছিল?' রেবন্তের দাবি, পুলওয়ামা হামলা থেকে রাজনৈতিক স্বার্থ চারিতার্থ করার চেষ্টা করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রেবন্ত বলেন,'মোদীজি চেয়েছিলেন পুলওয়ামা হামলা থেকে রাজনৈতিক ও নির্বাচনগত সুবিধা নিতে। আমি তাঁকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কী করছিলেন? আপনি এটা কেন হতে দিলেন? আপনি দেশের অভ্য়ন্তরীন নিরাপত্তা নিশ্চিত করতে কী করছেন? কেন তখন 'র' বা আইবির সাহায্য নেননি? এটা আপনার ব্যর্থতা। নিশ্চিতভাবে কেউ জানে না যে, যে এয়ারস্ট্রাইকের দাবি করা হচ্ছে, তা হয়েছে কি না।'
এদিকে, সদ্য রাজনৈতিক আঙিনায় মণিশঙ্কর আইয়ারের মন্তব্য নিয়ে বিশাল হইচই শুরু হয়েছে। পুরনো ভিডিয়ো যা সদ্য ভাইরাল হয়েছে, সেখানে মণিশঙ্কর আইয়ারকে বলতে শোনা গিয়েছে, ‘ ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা। কারণ তাদের কাছে রয়েছে পরমাণু বোমা। আমরা যদি তাদের সম্মান না করি তাহলে তারা ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের কথা ভাববে।’ মণিশঙ্করের এই বক্তব্যের পর আজ শনিবার প্রধানমন্ত্রী মোদীও পাল্টা তোপ দাগেন কংগ্রেসকে। তিনি বলেছেন, পাকিস্তান ' তাদের বোমা বিক্রির চেষ্টা করছে কিন্তু নিম্নমানের কারণে কেউ কিনতে চায় না। এই দুর্বল মনোভাবের কারণে জম্মু ও কাশ্মীরের জনগণকে ছয় দশকেরও বেশি সময় ধরে সন্ত্রাস সহ্য করতে হয়েছে।'