আপনার জন্য রইল একটি ধাঁধা। উপরের ছবিটি দেখুন। একটি🥃 পুরনো দেওয়াল ও জানলা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু এর মধ্যেই বসে একটি বিড়াল বাবাজী। হ্যাঁ, এই ছবিতেই। ১০ সেকেন্ডের মধ্যে তাকে খুঁজে দেখান💙 তো দেখি।
ছবিটি শেয়ার করা হয়েছে ‘Buitengebieden’ টুইটার হ্যান🐻্ডেল থেকে। টুইটের ক্🍸যাপশান পড়ে বিড়ালটি খুঁজছেন অনেকেই। কিন্তু পাচ্ছেন না কেউই।
তবে একটু ভাল করে দেখলেই কিন্তু বিড়ালটি🍬 খুঁজে পাবেন। এতক্ষণে হয় তো পেয়েও গিয়েছেন।
আজ্🐠ঞে হ্যাঁ। গাছে🍃র জানলা থেকেই উঁকি মারছে বিড়ালটি।
দেখুন সেই টুইট :
এখনও যদি ছবিতে বিড়ালটি খুঁজে পেয়ে না থাকেন, তবে চিন্তা নেই। অনেকেই তাকে খুঁজে🔥 পেয়েছেন। ছবিতে মার্ক করে সেꦇটা টুইটের কমেন্টে দিয়েওছেন। দেখে নিন।
পর্দার সামনে বসে আছে বিড়ালটি। অন্ধকার, পর্দার নকশা ও গায়ের𒁏 রঙের জন্য প্রায় ক্যামোফ্লাౠজ হয়ে গিয়েছে সে।
ছবিটি বৃহস্পতিবার শেয়ার করা হয়ে🔴ছে। টুইটটি করার পর থেকে প্রায় ৫ হাজার লাইক পেয়েছে। কমেন্টে একই ধরণের আরও একটি ধাঁধা শেয়ার করেছেন এক টুইটার ব্যবহারকারী।
আপনি কি অল্প সময়ের মধ্যে বিড়ালটি খুঁজে পেয়েছিলেন? জানান কমেন্🅘টে।