বাংলার ভোটের এখনও প্রায় এক বছর বাকি। তবে বাংলায় ভোট মানেই তার আগে একটি বিষয় অবধারিতভাবে উঠে আসে সেটা হল দার্জিলিং সমস্যা। প্রতিবার ভোট এলেই দার্জিলিং সমস্যার প্রসঙ্গ ওঠে। আর ভোট মিটে গেলেই আবার চুপচাপ। তবে এবার ভোটের বেশ কয়েক মাস আগেই বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। ত্রিপাক্ষিক🔯 বৈঠক। চিঠিতে লেখা হয়েছে গোর্খাদের সমস্যা মেটাতে বৈঠক ডাকা হয়েছে।
ফের দ্বিতীয় রাউন্ডের ত্রিপাক্ষিক বৈঠক ডাকল🅷 কে🅷ন্দ্রীয় সরকার। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে আমন্ত্রণপত্র পেয়েছি। দ্বিতীয় রাউন্ডের ত্রিপাক্ষিক বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই বৈঠকে কেন্দ্রীয় সরকার, দার্জিলিং পাহাড়, তরাই ডুয়ার্স রিজিয়নের সমস্ত পক্ষ ও পশ্চিমবঙ্গ সরকার থাকবে।
দার্জিলিংয়ের সাংসদ জানিয়েছেন, ২০২৫ সালের ২রা এপ্রিল এই বৈঠক হবে। নিউ দিল্লির নর্থ ব্লকে বেলা ১১টা নাগাদ এই বৈঠক হবে। স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী এই ব💜ৈঠকে সভাপতিত্ব করবেন।
তিনি লিখেছেন,🍃 কেন্দ্রীয় সরকার আমাদের এলাকার দীর্ঘদিনের দাব﷽ি পূরণের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ শান্তিপূর্ণ আলোচনার মাধ্য়মে। সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এটা সম্ভব।
তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় ♔স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে প্রচুর সমস্যার নিরসন হয়েছে। আমার বিশ্বাস যে এই মিটিংও ফলপ্রসূ হবে ও এই রিজ𒁏িয়নে খুশির খবর বয়ে আনবে।
দার্জিলিংয়ের এমপি লিখেছেন, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও অমিত শাহের প্রতি কৃতজ্ঞ কারণ দার্জিলিং পাহাড়, তরাই ডুয়ার্সের মানুষকে ন💝্যায় বিচার দিতে তাঁরা প্রতিশ্র✤ুতিবদ্ধ।
ফের ত্রিপাক্ষিক বৈঠক। এই খবর পাহাড়ে পৌঁছতেই নানা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। বছরের পর বছর ধরে যে সমস্য𒈔া ঝুলে আছে দার্জিলিং, তরাই ডুয়া𒆙র্সে সেই সমস্যার সমাধানসূত্র কি মিলবে এবার?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাহাড়ে বছরের পর বছর ধরে ক্ষমতা দখল করে বিজেপি। কিন্তু তারপরেও পাহাড়ের রাজনৈতিক সমস্যা কি মেটে? ভোটের আগে নানা প্রতিশ্রুতি মেলে। কিন্তু ভোট মিটলেই সেসব ধামাচাপা পড🎉়ে যায়। তবে এবার ভোটের বেশ কয়েকমাস আগে এই ধরনের বৈঠক করা হচ্ছে। তবে সেই বৈঠক শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তবে এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল রাজ্য় সরকারকেও এই বৈঠকে ডাকা হচ্ছে। পাহাড়, তরাই ডুয়ার্সের বিভিন্ন পক্ষে♔র প্রতিনিধিরা থাকবেন। থাকবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরাও। তবে