মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্সকে এই মাসের শুরুতে ঘোষিত পারস্পরিক শুল্ক থেকে ছাড় দিয়েছে, এক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে উপভোক্তাদের মধ্য়ে এই সব পণ্য়ের দাম বৃদ্ধি নিয়ে যে আশঙ্কা ছিল সেটা থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন 🐻অনুসারে জানা গিয়েছে।
এর জেরে সাধারণ মানুষের বেশ উপকার হতে পারে। অ্যাপল এবং স্যামসাং সহ ইলেকট্রনিক্স জায়ান্টরাও এই পদক্ষেপকে স্বাগত জানাবে, যারা মার্কিন বাজারে অ্যাক্সেসের জন্য তাদের ব্যয় বৃদ্ধির দিকে তাকিღয়ে ছিল।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) প্রকাশিত এই ছাড়ের ফলে ট্রাম্পের ১৪৫ শতাংশ চিন শুল্ক এবং অন্যান্য প্রায় সব দেশের ওপর তার বেসলাইন ১০ শতাংশ গ্লোবাল শুল্ক বাদ দিয𒁏়ে শুল্কের পরিধি সংকুচিত হয়েছে।
স্মার্টফোন, ল্যাপটপ কম্পিউটার, হা🦄র্ডড্রাইভ ও কম্পিউটার প্রসেসর এবং মেমোরি চিপের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে। এই জনপ্রিয় উপভোক্তা ইলেকট্রনিক্স আইটেমগুলি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয় না। দেশীয় উৎপাদন স্থাপনে দীর্ঘ সময় লাগতে পারে।
অন্যান্য ছাড়ের পণ্যের মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত মেশিন, যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) এবং অন্যান্য চিপ নির্মাতাদের জন্য একটি বড় স্বস্তি। টিএসএমসি💦 যুক্তরাষ্ট্রে বড় ধরনের নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে।