ক্রমেই ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রাশিয়ার সেনা ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বহু জায়গায় হামলা চালিয়েছে। হামলার মুখে ইউক্রেনে থাকা ভারত🎶ীয়রা কোনওক্রমে অন্য দেশের সীমান্তে পৌঁছে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ মালা রায়। এই পরিস্থিতিতে বিদ🦩েশমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন তৃণমূল সাংসদ।
এই বিষয়ে সংবাদমাধ্যমে মালা রায় বলেন, ‘আমি বিদেশমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি। ইউক্রেনে কয়েক হা🤡জার ভারতীয় আটকে পড়েছে। তাদের ভালোভাবে দেশে ফিরিয়ে আনতে আবেদন দানিয়ে এই চিঠি লিখেছি আমি। বহু ছাত্র ছাত্রী আটকে রয়েছেন সেখানে। ব🉐হু বাঙালিও সেখানে আটকে রয়েছেন। তাই বিদেশমন্ত্রীকে আমি এই চিঠি লিখেছি। আমি চাই যাতে নিরাপে সবাই ঘরে ফিরে আসতে পারে।’
এদিকে ইউক্রেনে ভারতীয়দের আটকে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, প্রায় ১৬ হাজার ভারতীয় ইউক্রেনে আটকে৷ এর মধ্যে বাংলার শতাধিক নাগরিক রয়েছেন। এদের কেউ পড়ুয়া, কেউ বা চাকরিজীবী। এই বিষয়ে খোঁজ খবর চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমত෴া বন্দ্যোপাধ্যায় নিজে।
এই বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘মুখ্যমন্ত্রী কেন্দ্রীয়🌠 স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে এই বিষয়ে যোগাযোগ করেছেন। সেখানে মমতা আলোচনা করেছেন যে কীভ💛াবে ইউক্রেনে আটকে পড়া বাঙালিদের দেশে ফেরানো যায়। তবে ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যাক জন্য সেদেশে আটকে পড়া ভারতীয়রা বিমানবন্দরে এসে সেখান থেকে ফিরে গিয়েছেন। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, যেভাবেই হোক, যাতে ভারত সরকারের সাহায্য নিয়ে ইউক্রেনে আটকে পড়া রাজ্যবাসীদের নিরাপদে দেশে ফেরানো সম্ভব হয়। তবে আমি যে পরিস্থিতি জেনেছি, তা অত্যন্ত জটিল আকার ধারন করেছে। তাই স্বভাবতই আমরা খুব উদ্বিগ্ন।’