মিউচুয়াল ফান্ড আছে? অথবা ডিম্যাট অ্যাকাউন্ট আছে আপনার? তাহলে ২০২৩ সাল শেষ হওয়ার আগেই আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে হবে বলে জানিয়ে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মিউচুয়াল ꦏফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টধারীদের বাধ্যতামূলকভাবে নমিনি বেছে নিতে হবে অথবা নমিনি যোগ করবেন না বলে জানিয়ে দিতে হবে গ্রাহকদের। আর যদি কেউ সেই কাজটা না করেন, তাহলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে দিতে পারে সেবি। অর্থাৎ তাঁরা মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না অথবা ট্রেডিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন না ডিম্যাট অ্যাকাউন্ট। যাঁরা ইতিমধ্যে নমিনির তথ্য দাখিল করেছেন, তাঁদের আর কিছু করতে হবে না বলে জানিয়েছে সেবি।
আরও পড়ুন: PPF Interest Rule Change: আগ🐻ের মতো হবে না, সময়ের আগে PPF অ্যাকাউন্ট বন্ধ করলে কীভাবে সুদ দেবে? পালটাল ন🐼িয়ম
কীভাবে ডিম্যাট বা মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে নমিনি যুক্ত করতে হবে?
১) ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (NSDL𒅌) অফিসিয়াল ওয়েবসাইট -তে যেতে হবে।
২) হোমপেজের বাঁ-দিক🌸ে থাকা 'Nominate Online'-র লিঙ্কে ক্লিক করতে হবে। তাহল🗹ে একটি নতুন পেজ খুলে যাবে।
৩) সেই পেজের উপরেই 'Online Nomination Update' এবং 'Welcome Investor to NSDL's DPM Plus facility. You can now opt-in/opt-out for Nomination online in your demat account. Let us get started' আছে। সেটার নীচেই আছে ‘User Authentication’। তার নীচেই DP ID, client ID এবং PAN-র তথ্য দেওয়ার জায়গা আছে। তারপর♚ 'Submit' করতে হবে।
𝓡 ৪) তারপর 'I wish to Nominate' বা 'I do not wish to nominate' অপশন বেছে নিতে হবে। যদি আপনি 'I wish to Nominate' ব꧟েছে নেন, তাহলে একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে নিজের নমিনি সংক্রান্ত দিতে হবে।
৫) 'eSign Service Provider' পেজে চেকবক্সে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করতে𓃲 হবে 'P⛦roceed'-তে।
৬) শেষপর্যন্ত যে ওটিপি আসবে, তা যাচাই করতে হবে।
এমনিতে মিউচুয়াল ফান্ডে সর্বোচ্চ তিনজনকে নমিনি হিসেবে বেছে নিতে পারে꧅ন কোনও বিনিয়োগকারী। সংশ্লিষ্ট বিনিয়োগকারীর ম🌠ৃত্যু হলে কোন ব্যক্তি কত শতাংশ অর্থ পাবেন, সেটাও নির্ধারণ করে দিতে পারবেন। যদি সেই ভাগটা না করে রাখেন, তাহলে সংশ্লিষ্ট লগ্নিকারীর মৃত্যুর পর সমান ভাগে ভাগ করে দেওয়া হবে মিউচুয়াল ফান্ডের অর্থ।
আরও পড়ুন: Recovering money 🐟from lost accounts: হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকা ফেরত পা꧟বেন? রইল উপায়, লিস্টে ৩০ ব্যাঙ্ক