সদ্য চিন𓆉 সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে তাঁর চার দিনের চিনের সফরে তিনি বেজিং-এ সেদেশের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সদ্য এক পোস্টে দাবি করা হয়, যে চিনের সফরে গিয়ে মহম্মদ ইউনুস একটি আহ্বান জানান বেজিংয়ের কাছে। গোটা ঘটনা এক ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
যে ভিডিয়ো প্রকা𒉰শ্যে এসেছে, তাতে মহম্মদ ইউনুসের বার্তা ছিল, ভারতের উত্তর পূর্বের যে ৭ রাজ্য রয়েছে, যাকে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়, তার সবটাই স্থলে ঘেরা, ফলে ওই এলাকায় জলভাগের 'হত্তাকত্তা' বাংলাদেশই! এই সুর 💃ধরে বেজিংয়ের কাছে ঢাকার আবেদন, চিন যেন নিজের অর্থনৈতিক কর্মসূচির সীমা বাড়িয়ে নিতে বাংলাদেশে অর্থনৈতিক ঘাঁটি তৈরি করুক। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে ইউনুসকে বলতে শোনা যাচ্ছে, ‘ভারতের পূর্বাংশের সাত রাজ্য, যাকে সেভেন সিস্টার্স বলা হয়… তারা তো স্থলভাগেই ঘেরা..তাদের কোনও রাস্তা নেই সাগর পর্যন্ত যাওয়ার।’ এরপর তিনি বলেন,' আমরা ওই এলাকায় সাগরের একমাত্র অভিভাবক। ফলে এটি বড় সম্ভাবনা তৈরি করে। এর হাত ধরে চিনা অর্থনীতি তার সীমানা বাড়াতে পারে, কিছু নির্মাণ করা, কিছু উৎপাদন করা, বাজার… চিনে জিনিস আনা, বিশ্বের বাকি জায়গায় চিন থেকে জিনিস পৌঁছানো..।'
প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সন্যাল, এক পোস্টে ইউনুসের সেই মন্তব্যের ভিডিয়ো তুলে ধরেন। সেখানে সঞ্জীব সান্যাল লেখেন,' ভারতের ৭টি রাজ্য স্থলবেষ্টিত বলে ইউনুস চিনাদের কাছে প্রকাশ্য আবেদন জানাচ্ছেন। বাংলাদেশে চিনের বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে, কিন্তু ভারতের ৭টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎཧপর্যটা ঠিক কী?'
( Shehbaz invites Yunus: এপ্রিলে ঢাক🎶ায় পৌঁছচ্ছেন তাবড় পাক মন্ত্রী! ইদে ইউনুসকে ফোন করে পাকিস্তানে আমন্ত্রণ শাহবাজের)
( Shanidev🔴 Uday amid Nava꧑ratri 2025: নবরাত্রি ২০২৫র মাঝেই শনিদেবের উদয়! সমৃদ্ধির বন্যা ধনু সহ বহু রাশিতে)
প্রসঙ্গত, বাংলাদেশে নদী সংক্রান্ত ম্যানেজমেন্টের দিক থেকে চিনের কাছে ৫০ বছরের মাস্টার প্ল্যান চেয়ে এসেছেন মহম্মদ ইউনুস। উল্লেখ্য, এক্ষেত্রে তিস্তার প্রসঙ্গ উঠে আসে। যার জল ভারতের সঙ্গে ভাগ করে নেয় বাংলাদেশও। সেই জায়গা থেকে বাংলাদেশের জলসম্পদে চিনের নাক গলানোর ইঙ্গিত থাকলে, তা যে দিল্লির অস্বস্তির কারণ হতে পারে, তা বলাই বাহুল্য। ইউনুসের দাবি, চিন,'জল সম্পদ ম্যানেজমেন্টের মাস্টার।' এদিকে, ভারতের ৭ রাজ্যকে টেনে নিয়ে ইউনুসের বক্তব্য নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ধ্রুব কটোচ বলছেন, ‘এই আলোচনায় ভারতের নাম তুলে তিনি🔯 হুমকি দিচ্ছেন, উনি কি বলতে চাইছেন যে, বাংলাদেশ ভারতের উত্তর পূর্বকে ছিন্ন করে দিতে পারে?’তিনি বলছেন,ইউনুসের 'এই আলোচনায় ভারতকে টেনে আনার কোনও কাজই ছিল না। কীভাব সাগরে༒র সঙ্গে যোগাযোগ হয়, সেই সংযোগের ইস্যু আমাদের সরকারের, আমরা তা হ্যান্ডেল করছি।'