ভবিষ্যৎে গিল বা যশস্বী ফিরলেও তাতে তাঁর ওপেনিং স্লট আর হাতছাড়া হবে না, মনে করছেন অভিষেক শর্মা। তিনি বলছেন, ‘আমাদের মধ্যে কোনওদিনই কোনও লড়াই নেই, কারণ আমরা অনূর্ধ্ব ১৬ থেকে একসঙ্গে খেলে আসছি। আমাদের স্বপ্ন ভারতের হয়ে খেলা। তিনজনই খেলছি, তাই এর থেকে ভালো অনুভূতি আর কিছুই নেই ’।