রোনাল্ডো বলছেন, ‘যার যার পছন্দ আলাদা হতেই পারে। এটা ওটা বলতে পারে, কেউ মেসি, কেউ পেলে বা মারাদোনাকেও পছন্দ করতে পারে। কিন্তু কেউ যদি বলে রোনাল্ডো কমপ্লিট প্লেয়ার নয়, তাহলে সেটা মিথ্যে কথা। আর ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতাই নেই আমার কাছে। কারণ গতবার রদ্রির থেকে বেশি ভিনিসাসের প্রাপ্য ছিল ওটা ’।