Glenn Phillips- Champions Trophyর তাক লাগানো ফিল্ডারের চোট! IPL-র ম্যাচের সময় মাঠ ছাড়লেন ব্যথায়, চিন্তায় Gujarat Titans Updated: 06 Apr 2025, 08:24 PM IST Moinak Mitra আইপিএলে রবিবার হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ। সেখানে গুজরাট টাইটান্স দল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, আর সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটিং করছে। এই ম্যাচে জিটির চিন্তা বাড়ালেন তারকা ক্রিকেটার।