Pakistan qualification scenario: ১৩ রানে অল-আউট করতে হবে, ৬.১ ওভারে তুলতে হবে ৩০১ রান, কীভাবে সেমিতে যাবে পাক? Updated: 09 Nov 2023, 08:33 PM IST Ayan Das শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। আর তার জেরে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল পাকিস্তান। তবে এখনও খাতায়কলমে বিশ্বকাপে টিকে আছেন বাবর আজমরা। তাঁরা কত ব্যবধানে জিতলে সেমিফাইনালে উঠতে পারবেন, তা দেখে নিন।