India vs Maldives over Chinese ship: চিনের ‘গুপ্তচর' জাহাজকে চোখে-চোখে রাখছে ভারত, দেশেই থাপ্পড় খেল মলদ্বীপ সরকার Updated: 25 Jan 2024, 08:18 AM IST Ayan Das ভারতের বিরোধিতা করে নিজেদের দেশেই চাপে পড়ে গেল মলদ্বীপের নয়া সরকার। দুটি প্রধান বিরোধী দলের তরফে কড়া বিবৃতি জারি করা হল। তারইমধ্যে যে চিনা গুপ্তচর জাহাজ নিয়ে বিতর্ক চলছে, সেটার উপর নজর রাখছে ভারতীয় নৌসেনা।