IPL 2022: কোহলি থেকে রোহিত- যাঁদের নিয়ে প্রত্যাশা ছিল, হতাশ করেছেন একাধিক তারকাই Updated: 25 Apr 2022, 02:45 PM IST Tania Roy বহু বড় তারকাকে নিয়েই প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া। গত বার আইপিএলেও যাঁরা নজর কেড়েছেন, তাঁদের অনেকেই এ বার ব্যর্থ। সেই ব্যর্থ তারকাদের তালিকাটা নেহাৎ ছোট নয়। মস্ত বড়। দেখে নিন সেই তালিকায় কারা রয়েছেন: