আরও একটা বুমরাহ স্পেশালের সাক্ষী থাকল আইপিএল, আরও একটা বুমরাহ স্পেশালের সাক্ষী থাকল বিশ্ব। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৯৬ রান তুলল, তখন বুমরাহ চার ওভারে ২১ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন। সঙ্গে গড়লেন ইতিহাস।