টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর অ্যাডিলেড এবং গাব্বাতেও ভারতীয় দলের বিরুদ্ধে শতরান করেছিলেন ট্র্র্যাভিস হেড। অধিকাংশ ক্ষেত্রেই হেড শতরান করলে, ভারত হেরে যায়। মেলবোর্নে অবশ্য হেডকে ০ রানে আউট করে বুমরাহ নজির গড়লেন, তিনিই প্রথম ভারতীয় বোলার যিনি হেডকে ০ রানে সাজঘরে ফেরালেন