রবিবার জসপ্রীত বুমরাহর হাতে আইসিসির সমস্ত পুরস্কার তুলে দেওয়া হয়, যেগুলো গত বছরে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের সুবাদে তিনি পেয়েছেন। মুম্বই এই তারকা পেসার কিন্তু আশাবাদী এই সাফল্য জারি থাকবে আগামী দিনেও। অর্থাৎ এবছরেও বল হাতে ফুল ফোটানোর জন্য মুখিয়েই রয়েছেন ভারতের টেস্টের দলের সম্ভাব্য অধিনায়ক।