Loan Rules Circular by RBI: অজান্তেই এতদিন ঠকছিলেন? ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে কড়া বার্তা RBI-র Updated: 30 Apr 2024, 05:34 PM IST Abhijit Chowdhury ঋণের ক্ষেত্রে লোন স্যাংশনের দিন থেকে সুদ নেওয়া যাবে না। ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে কড়া বার্তা দিল আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের স্পষ্ট বার্তা, যে দিন থেকে ঋণের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে যাবে সেদিন থেকে ঋণের পরিমাণের ওপর সুদ ধার্য করা যাবে।