মিউচুয়াল ফান্ড থেকে আয়ের উপরও ট্যাক্স দিতে হয়। সেই করের পরিমাণ অবশ্য নির্ভর করবে কত সময়ের জন্য কত টাকা বিনিয়োগ করেছেন এবং আপনার কত লাভ হয়েছে, তার ওপর। মূলধন লাভের ওপর এই কর প্রযোজ্য হবে। এদিকে বাজেটে 'ক্যাপিটাল গেইন ট্যাক্সে' কিছুটা রেহাই পাওয়া যাবে বলে আশাবাদী সাধারণ বিনিয়োগকারীরা। এর আগে মিউচুয়াল ফান্ডের আয়ের ওপর করের বিশজ জানুন।